ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সাড়ে ৫শ’ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৫:২০, ২০ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে সাড়ে ৫শ’ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় দেশের দুই বাজারেই বুধবারে লেনদেন শেষ হয়েছে সূচকের বৃদ্ধি দিয়ে। একই সঙ্গে মঙ্গলবারের তুলনায় বুধবারে লেনদেনের পরিমাণও বেড়েছে দুই বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় জানা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে বুধবারে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৬১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। দিনটিতে বড় মূলধনী কিছু কোম্পানির আধিপত্য দেখা গেছে। বিশেষ করে রেকর্ড ডেটের পর ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মার আগের দিনের তুলনায় মুনাফা বেড়ে যাওয়ার কারণে চাহিদা বেড়েছে। একই সঙ্গে দিনটিতে আগামীতে লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া কোম্পানিরই বিশেষ চাহিদা দেখা গেছে। ফলে দীর্ঘদিন পরে কোম্পানিগুলোর সার্বিক লেনদেনের শীর্ষে চলে আসে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা সিটিউক্যালস লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স, সিএ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালিস, লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, ইবনে সিনা, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, কাসেম ড্রাইসেল, রহিম টেক্সটাইল, মিরাকল ইন্ড্রাস্টিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ও ২য় আইসিবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইস্টার্ন লুব্রিক্যান্টস, সানলাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল, আলহাজ টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, মেঘনা পেট, সন্ধানী ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও গ্লাক্সোমিথক্লাইন। একই সঙ্গে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন এ স্টক এক্সচেঞ্জে ৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ম্যারিকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বেক্সিকো, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ও সিএ্যান্ডএ টেক্সটাইল।
×