ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইও আমান ফিডের তালিকাভুক্তির অনুমোদন দিল

প্রকাশিত: ০৫:২১, ২০ আগস্ট ২০১৫

ডিএসইও আমান ফিডের  তালিকাভুক্তির  অনুমোদন দিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর ঢাকা স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে আমান ফিড লিমিটেড। মঙ্গলবার ডিএসইর পরিচালনা পর্ষদ আমান ফিডকে তালিকাভুক্ত করার প্রস্তাব অনুমোদন করে। এর আগে গত ৬ আগস্ট সিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির তালিকাভুক্তিতে সম্মতি দেয়। আমান ফিড লিমিটেড গত ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত আইপিওর আবেদন ও টাকা জমা নেয়। নির্দিষ্টসংখ্যক শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা পড়ায় গত ২৬ জুন লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়। কোম্পানিটি আইপিওতে ৭২ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন আহ্বান করলে তার বিপরীতে ৯১০ কোটি ৫৪ লাখ টাকার আবেদন জমা হয়। গত ৯ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৪১তম সভায় পোল্ট্রি ফিড উৎপাদনকারী আমান ফিডের আইপিও অনুমোদন দেয়। এই কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পায়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৭২ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিওর কাজে ব্যয় করা হবে বলে উল্লেখ করা হয়েছে আইপিওর প্রসপেক্টাসে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আমান ফিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৭৭ পয়সা।
×