ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যারাগন লেদারের পরবর্তী শুনানি আগামী রবিবার

প্রকাশিত: ০৫:২১, ২০ আগস্ট ২০১৫

প্যারাগন লেদারের পরবর্তী  শুনানি আগামী রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারের সার্টিফিকেট নিয়ে প্রতারণার অভিযোগে প্যারাগন লেদার এ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে দায়ের মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ আগস্ট রবিবার। বুধবার পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে কোন সাক্ষী আদালতে হাজির না হওয়ায় বিচারক হুমায়ন কবির শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল সাংবাদিকদের জানান, ১৬/১৫নং মামলাটির সাক্ষীদের শুনানি হওয়ার কথা ছিল আজ। তবে তাদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। সাক্ষী উপস্থিত না থাকায় আদালত আগামী রবিবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছে। প্রসঙ্গত, প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ আরও ২০ জনকে আসামি করে ২০০২ সালে মামলা করে বিএসইসি। আসামিরা হলেনÑ এম এ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুস সালাম, এস এস জুনায়েদ বাগদাদী, মোঃ কুতুবউদ্দিন, মোঃ আরব মিয়া, আলী আহম্মেদ, মোঃ নূরুল আফসার, মোঃ কলিমউদ্দিন, মোঃ জালাল উদ্দিন, হেমন্ত বাইন, এবিএম মোরশেদুল হক, মোঃ সাইফুল্লাহ মিজান, শামসুল হাদী, মোঃ বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান, মোয়াজ্জেম হোসেন ও প্যরাগন লেদার এ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জানা যায়, কোম্পানিটির শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। ২০০১ সালের ৩১ মে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। আরও জানা যায়, আসামিরা কোম্পানির শেয়ার জাল করার ব্যাপারে বড় ভূমিকা রাখে। এই জাল শেয়ার সার্টিফিকেট কিছু ব্যক্তি ও কোম্পানিটির কিছু কর্মকর্তা ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়। আর ওইসব জাল শেয়ার সার্টিফিকেট ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে আসে।
×