ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের ফার্স্টলেডি শুভ্রা মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: ০৫:২৩, ২০ আগস্ট ২০১৫

ভারতের ফার্স্টলেডি  শুভ্রা মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হয় বুধবার দিল্লীর লোধি রোড শ্মশানঘাটে। এরপর তার দেহভস্ম বিকেলে হরিদ্বারে নিয়ে যান পরিবারের সদস্যরা। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব মুখার্জী ও তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজিৎ ও ইন্দ্রজিৎ। খবর জিনিউজের। শেষকৃত্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ১২ দিন। মঙ্গলবার বেলা ১১টা ৫১ মিনিটে মারা যান ‘ফার্স্টলেডি’ শুভ্রা। বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবনে। সেখানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাখা হয়। সন্ধ্যায় দেহ নিয়ে যাওয়া হয় তালকাটোরা রোডে বড় ছেলে এমপি অভিজিৎ মুখার্জীর সরকারী বাসভবনে। বাংলাদেশের নড়াইলে ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শুভ্রা।
×