ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ক্ষেতের মধ্যে ১৫ দিনের নবজাতক

প্রকাশিত: ০৫:৫৯, ২০ আগস্ট ২০১৫

রাজশাহীতে ক্ষেতের  মধ্যে ১৫ দিনের  নবজাতক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশুটির বয়স ১৫ দিন। স্থানীয়রা জানায়, সকালে তারা বায়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষেতের মধ্যে নবজাতককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পবা থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় এক নারী শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ নবজাতকটিকে তার হাতে তুলে দেয়। সেখান থেকে শিশুটিকে পরে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়। বায়া এলাকার জহুরা বেগম জানান, ছেলে নবজাতকটিকে তার বড় মেয়ের কাছে রেখে লালন-পালন করাতে আগ্রহী। নগরীর শাহ মখদুম থানার ওসি আবদুর রউফ জানান, নবজাতকটিকে ওই নারীর হাতেই প্রথমে তুলে দেয়া হয়। তবে আপাতত শিশুটিকে শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ওই নারীও এখানে এসে তার সেবা-যতœ করছেন। এখন ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে নবজাতকটি কার এ বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।
×