ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাবিতে শিক্ষক সমাবেশ উপাচার্যকে সহযোগিতার আশ্বাস

প্রকাশিত: ০৬:০১, ২০ আগস্ট ২০১৫

শাবিতে শিক্ষক সমাবেশ  উপাচার্যকে  সহযোগিতার  আশ্বাস

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় উপাচার্যকে সহযোগিতা করার কথা উল্লেখ করে সকল মতাদর্শের শিক্ষকরা বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেছেন। সরকার সমর্থক আওয়ামী-বামপন্থী ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের উপস্থিতিতে সমাবেশে অধ্যাপক কবির হোসেন বলেন, আমি আমার সহকর্মী যারা উপাচার্যবিরোধী আন্দোলনে আছেন তাদের শিক্ষক সমিতিতে এসে আলোচনা করতে আহ্বান জানাচ্ছি। সরকারের দেয়া সিদ্ধান্ত মেনে চলুন। বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক রাখুন। বিশ^বিদ্যালয়ের আর ক্ষতি করবেন না। ‘মহান মুক্তিযুদ্ধেও চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’র শিক্ষকরা এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেনের নেতৃত্বে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়ার কিছু পরে উপাচার্য তার কার্যালয় থেকে নেমে আসেন। এরপরই বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা তাতে যোগ দেন। মহান মুক্তিযুদ্ধ ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম বলেন, আপনি বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করুন। জরুরী সব সভা করেন। আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। শিক্ষকরা এ সময় উপাচার্যকে ভর্তি পরীক্ষা, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, সিলেকশন বোর্ড, বোর্ড অব এ্যাডভান্সডের সভার তারিখ ঘোষণা করতে জোর দাবি জানান। শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সভা ডাকব বলে আশা করছি। এ ব্যাপারে শিক্ষকদের সহযোগিতা কামনা করছি।
×