ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিপের নৈপুণ্যে উচ্ছ্বসিত লুইস ভ্যান গাল

চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বের পথে ম্যানইউ

প্রকাশিত: ০৬:১৯, ২০ আগস্ট ২০১৫

চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বের পথে ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে প্লেঅফের প্রথম লেগের ম্যাচে রেড ডেভিলসরা ৩-১ গোলে পরাজিত করে বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে। ম্যানইউর হয়ে জোড়া গোল করে নায়ক বনে যান এ মৌসুমে দলে আসা মেমফিস ডিপে। অপর গোলটি করেন মারোয়ান ফেলাইনি। ক্যারিকের আত্মঘাতীর সৌজন্যে অতিথিরা একটি গোল পরিশোধ করে। নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে শেষটা ভাল হলেও ম্যাচের শুরুটা মোটেও ভাল ছিল না ম্যানইউর। নিজেদের ভুলে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ডি বক্সে জটলার মধ্যে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিক। এই ধাক্কা কাটাতে অবশ্য বেশি বিলম্ব করেনি ইংলিশ পরাশক্তিরা। পাঁচ মিনিট বাদেই দলকে সমতায় ফেরান মেমফিস ডিপে। ডাচ্ এই মিডফিল্ডারকে দারুণ পাস দিয়ে কিছুক্ষণ আগে করা ভুলের কিছুটা প্রায়শ্চিত্তও করেন ক্যারিক। ১৩ মিনিটের এই গোলে স্বস্তির সমতা ফেরায় ম্যানইউ। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন ডিপে। স্বদেশী খেলোয়াড় ডালে ব্লিন্ডের বাড়ানো নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি বক্সের মাথা থেকে বাঁকানো জোরালো শটে গোল করন ডিপে। ম্যাচের ৮০ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ব্র্যান্ডন মেচেলে লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুগে। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান ইউনাইটেডের মারোয়ান ফেলাইনি। ডিপের ক্রসে হেড করে গোলটি করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। আগামী ২৬ আগস্ট ব্রুগের মাঠে ফিরতি লেগে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ডিপের প্রশংসার পঞ্চমুখ হন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। ডাচ্ এই কোচ বলেন, আমি খুব খুশি মেমফিসের খেলায়। কারণ আমি এমন খেলোয়াড়ই খুঁজছি। আমার বিশ্বাস সে ভাল করবে। তার মধ্যে সেই ক্ষমতা আছে। তার বয়স মাত্র ২১ বছর। শুরুতেই সে তার জাত চিনিয়েছে। আমি আশাবাদী তাকে নিয়ে। জয় পেলেও অধিনায়ক ওয়েন রুনির পারফর্মেন্সে হতাশ ইউনাইটেড শিবির। এই ম্যাচেও ইংলিশ তারকা কয়েকটি সহজ সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হন। তার ব্যর্থতা আরও একবার চিন্তায় ফেলেছে কোচ ভ্যান গালকে। তবে মেমফিসকে নিয়ে তিনি আশাবাদের কথাও শুনিয়েছেন। গত মৌসুমে সেরা তিনে থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ করতে ব্যর্থ হওয়ায় প্লে অফ খেলতে হচ্ছে ম্যানইউকে। ২০১৪-১৫ মৌসুমে চার নম্বরে থেকে লীগ শেষ করে তিনবারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ীরা। প্লে অফ জিতলে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের মূলপর্বে খেলার সুযোগ পাবেন রুনি, শোয়াইনস্টাইগাররা। গত কয়েক মৌসুম ধরেই ব্যর্থতার ঘুরপাকে বন্দী ম্যানইউ।
×