ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৫ ফুটবলের চূড়ান্ত পর্ব

প্রকাশিত: ০৬:১৯, ২০ আগস্ট ২০১৫

অনুর্ধ-১৫ ফুটবলের চূড়ান্ত পর্ব

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৩ আগস্ট (রবিবার) থেকে শুরু হচ্ছে ‘সেইলর-বাফুফে অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্ব। রাজধানীর দুটি ভেন্যুতে অনুষ্ঠিতব্য খেলায় আটটি জোনের চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করবে এ টুর্নামেন্টে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী আটটি দলের মধ্য থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হবে চারটি দল। ৩০ আগস্ট প্রথম এবং ৩১ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী দুটি দলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে দুই লাখ টাকা ও ট্রফি। রানার্সআপ দলকে দেয়া হবে এক লাখ টাকার প্রাইজমানি ও ট্রফি। এছাড়া সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে চূড়ান্ত পর্বের ‘ড্র’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিতÑ ছিলেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়, ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনায়েদ আবু সালেহ্ মুসা, বাফুফে সদস্য ও চ্যাম্পিয়নশিপের সদস্য সচিব সত্যজিৎ দাস রূপু, বাফুফে সদস্য ফজলুর রহমান বাবুল, বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার প্রমুখ। আটটি জোনের চ্যাম্পিয়ন দলগুলো হলো- নারায়ণগঞ্জ, ঢাকা, বরিশাল, যশোর, ঠাকুরগাঁও, ফেনী, সিলেট ও নাটোর জেলা দল। আগামী রবিবার বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঢাকা জেলার মুখোমুখি হবে যশোর জেলা দল। একই সময় ধানম-ি আবাহনী মাঠে নারায়ণগঞ্জ জেলা দলের বিপক্ষে খেলবে ফেনী জেলা দল। উল্লেখ্য, গত ২৮ জুন থেকে ৬১ জেলা দল নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। সেখান থেকে আটটি জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব।
×