ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লুজারে বস্ত্র খাতের দুই কোম্পানি

প্রকাশিত: ০৪:১৯, ২১ আগস্ট ২০১৫

লুজারে বস্ত্র খাতের দুই কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার তালিকায় উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ২টি রয়েছে বস্ত্র খাতের। কোম্পানি দুটি হচ্ছে-সাফকো স্পিনিংস এবং এ্যাপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং মিলস। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সাফকো স্পিনিংস লুজারের অষ্টম স্থানে অবস্থান করছে। শেয়ারটির দর কমেছে ১ টাকা বা ৪ দশমিক ৫২ শতাংশ। এটি সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ১০ পয়সা দরে। কোম্পানির ১০ লাখ ১২ হাজার ৭২৫টি শেয়ার ৭৪৩ বারে লেনদেন হয়। বস্ত্র খাতের এ্যাপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং মিলস লিমিটেড ৩ টাকা বা ৩ দশমিক ৩৩ শতাংশ দর কমে তালিকার নবম স্থানে রয়েছে। বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৮৭ টাকা দরে। -অর্থনৈতিক রিপোর্টার মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বার্জার পেইন্টস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, বার্জার পেইন্টস বাংলাদেশ ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে। তবে রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে শুধু তাদের নামই কোম্পানি চেয়েছে। আগামী ২৩ আগস্টের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×