ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ॥ দীর্ঘ যানজট

প্রকাশিত: ০৪:২১, ২১ আগস্ট ২০১৫

ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ॥ দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মহাসড়কে গণপরিবহনে যাত্রী বহনের দাবিতে শ্রীনগর উপজেলার সমষপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এদিকে ইজিবাইক চালক ও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যানচলাচল বন্ধ করে রাখে। এতে ঢাকা-মাওয়া মহাসড়কের উভয় দিকে ৫ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। পুলিশের মধ্যস্থতায় মহাসড়ক থেকে চলে যায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ঢাকা-মাওয়া মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলের দাবিতে ও বাস থেকে এক ছাত্রকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয়ার প্রতিবাদ জানানো হয়। পুলিশ অবরোধ সরাতে গেলে তিন চাকার গাড়ি চালকদের পক্ষ নিয়ে সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা মুখোমুখি অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানায়, বাস চালকরা তাদেরকে বাসে উঠাতে চায় না। অপরদিকে মহাসড়কে তিন চাকার গাড়ি বন্ধ থাকায় তাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। দিনাজপুরে যৌতুকের জন্য পুলিশের কারাদ- স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল তরুণ কুমার মহন্তকে বৃহস্পতিবার সশ্রম কারাদ-সহ অর্থ জরিমানা করেছেন আদালত। মামলাটি সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতার উল আলম এক বছরের সশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন। বাদীপক্ষে এ্যাডভোকেট মামুদ রেজাউর রহমান, এ্যাডভোকেট মোঃ খায়রুল বাসার, এ্যাডভোকেট এহিয়া হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মোঃ একরামুল আমিন। এজাহার সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ি কাউগার রাজাপুকুর গ্রামের স্বপন কুমার মহন্তের কন্যা শ্রাবণী রাণী মহন্ত ২০১২ সালের ৫ জুন দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় স্বামী পুলিশ কনস্টেবল তরুণ কুমার মহন্তের বিরুদ্ধে তিনি ১ লাখ টাকা যৌতুকসহ শারীরিক নির্যাতনের অভিযোগে করেন। তরুণ কুমার মহন্ত দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর বানিয়াপাড়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ মহন্তের পুত্র। তিনি বর্তমানে পাবনা জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
×