ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুনতাসীর মামুন

কেন শেখ হাসিনাকে হত্যা ও ভাবমূর্তি নষ্টের চেষ্টা বার বার করা হয়?

প্রকাশিত: ০৬:৩৬, ২১ আগস্ট ২০১৫

কেন শেখ হাসিনাকে হত্যা ও ভাবমূর্তি নষ্টের চেষ্টা বার বার করা হয়?

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা মনে হলে, প্রথমেই আমার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কথা মনে হয়। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭] তিনি ছিলেন আমার বাবার বন্ধু, ইতিহাসের ছাত্র। আমার বাবাও ছিলেন ইতিহাসের। আমিও। আমি তাঁকে ডাকতাম চাচা বলে। খুবই স্নেহ করতেন আমাকে। দূর সম্পর্কের এক ধরনের আত্মীয়তাও আছে আমাদের। ১৯৭২ সালে, ধানম-িতে আমি যে বাসায় থাকতাম তার উল্টোদিকের বাসায় থাকতেন তিনি ও তাঁর স্ত্রী আইভি রহমান। দুটি ছেলে-মেয়ে বিকেলে লনে খেলা করত। তাদের একজন পাপন এখন এমপি। এত সুখী দম্পতি খুব কম দেখা গেছে।
×