ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুর্যোগপূর্ণ আবহাওয়া

ইউএস-বাংলার ফ্লাইট সৈয়দপুর নামতে পারেনি

প্রকাশিত: ০৬:৪১, ২১ আগস্ট ২০১৫

ইউএস-বাংলার ফ্লাইট সৈয়দপুর নামতে পারেনি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভারি বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফলে সৈয়দপুরের আকাশে ২৫ মিনিট ঘোরাঘুরি করার পর ঢাকায় ফিরে যায়। এতে বিমানের যাত্রীরা দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার সকাল ৬.৪৫ মিনিটে ঢাকা ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (নং-১৫১) সৈয়দপুর বিমানবন্দরে ৭.৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও ভারি বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নামতে পারেনি। দুপুর ১২টা ৫ মিনিটে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেণ। এ সময় বিমানে ৪৭ জন যাত্রী ছিলেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ৬৩ জন যাত্রী অপেক্ষা করার পর শুধু মন্ত্রী মহোদয়সহ ৩ জন পরবর্তী ইউনাইটেড এয়ারওয়াজে ঢাকায় ফিরেন এবং বাকি যাত্রীরা দুর্ভোগে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী জানান, এর আগে বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছে না। বিমান দেরিতে আসা-যাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে সৈয়দপুর বিমান ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, নামতে না পেরে ইউএস-বাংলার ফ্লাইটটি ঢাকায় ফিরে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর স্টেশন ইনচার্জ রাকিব মোস্তাকিম। তিনি বলেন, আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ার পর বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে দুপুর ১২টা ৫ মিনিটে অবতরণ করে।
×