ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইইউবি, বিসিসি ও ইওয়াই ত্রিপক্ষীয় চুক্তি সই

প্রকাশিত: ০৬:৪৬, ২১ আগস্ট ২০১৫

এআইইউবি, বিসিসি ও ইওয়াই ত্রিপক্ষীয় চুক্তি সই

এ.আই.ইউ.বি প্রশাসনিক ভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান আরনস্ট এ্যান্ড ইয়ং এল.এল.পি (ই.ওয়াই) এর মধ্যে শিক্ষাসংক্রান্ত বিষয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি হিসাবে ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কালাম আজাদ ও আরনস্ট এন্ড ইয়ং এল.এল.পি এর প্রকল্প পরিচালক কমলেশ ভিয়াস। এই সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশ সরকার ও তার নিয়ন্ত্রিত সহযোগী প্রতিষ্ঠান প্রদত্ত তথ্য প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি শীর্ষক সেবা (আই.টি.ই.এস) প্রকল্প এর আওতায় পরিচালিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচী প্রকল্পসমূহে এ.আই.ইউ.বি প্রশিক্ষণ কর্মকান্ড পরিচালনায় সহায়তা প্রদান করার সুযোগ লাভ করবে। তাছাড়া প্রাথমিক দক্ষতা ও তথ্য প্রযুক্তি বিষয়ক উন্নত প্রশিক্ষণ কর্মসূচী প্রকল্পের আওতায় এ.আই.ইউ.বি হতে শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। তাছাড়া এই প্রশিক্ষণের মাধ্যেমে সরকারী সংস্থা বা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ প্রদান ও সনদ অর্জন এবং সরকারের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প সমূহে চাকরি লাভের সম্ভাবনার সুযোগ বৃদ্ধি পাবে। কর্মসূচীতে অংশগ্রহণের ফলে এ.আই.ইউ.বি প্রকল্প অংশীদার ও শিক্ষা কার্যক্রম উন্নয়নের গৌরব অর্জন করবে। অনুষ্ঠানে এ.আই.ইউ.বি এর বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের শিক্ষক ও সংশ্লিষ্ট উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি।
×