ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসিদের ব্যাটিং সাফল্য ছাপিয়ে প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৫৫, ২১ আগস্ট ২০১৫

অসিদের ব্যাটিং সাফল্য ছাপিয়ে প্রতিবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি এ্যাশেজে যে তিনটি শতরানের উদ্বোধনী জুটি হয়েছে তা কোন্ দলের? ৩-১ ব্যবধানে স্বাগতিক ইংল্যান্ড সিরিজ জিতে নেয়া এবং সফরকারী অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চরম ব্যর্থতা হয়ত আঙ্গুল তুলবে ইংল্যান্ডের দিকেই। কিন্তু সত্য কথা হচ্ছে তিনটি সেঞ্চুরি ওপেনিং জুটি অস্ট্রেলিয়ার। দ্য ওভালে বৃহস্পতিবার শুরু হওয়া পঞ্চম ও শেষ টেস্টেও ১১০ রানে জুটি গড়েছেন দুই অসি ওপেনার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। তাঁদের সাফল্যে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ১৬৮ রান তুলে ফেলেছে তারা। তবে অসিদের এ সাফল্যের দিকে কারও মনোযোগ যায়নি। দৃষ্টি কেড়েছে একটি বিশেষ প্রতিবাদ। সমগ্র বিশ্বক্রিকেটকে আলাদা করে তা নিয়ন্ত্রণ করার জন্য সমস্ত ক্ষমতা নিজেদের দখলে নেয়া তিন মোড়ল ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের’ বিরুদ্ধে হয়েছে ওভাল ভেন্যুর বাইরে হওয়া প্রতিবাদ। ক্রিকেটের ‘তিন মোড়লকে’ হটানোর দাবি উঠল বিগ থ্রি-র অন্যতম সদস্য দেশ ইংল্যান্ডেই। ৩ মিনিটের নীরবতা পালন করে বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমীকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। চলতি এ্যাশেজ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংলিশদের উদ্বোধনী ব্যাটিংয়ের অবস্থা কিন্তু নাজুক। গত চার টেস্টে সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপটা তাদের ৩২ রানের। গত টেস্টে সেটা করেছিলেন এডাম লিথ ও এ্যালিস্টার কুক অথচ অস্ট্রেলিয়ান ওপেনাররা লর্ডস টেস্টে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি এবং চতুর্থ টেস্টেও ১১৩ রানের জুটি গড়েছিলেন। রজার্স-ওয়ার্নার দারুণ শুরু দিলেও বাকিদের চরম ব্যর্থতা ডুবিয়েছে অসিদের। ওভালে প্রথম দিনও এ দু’জন দারুণ সূচনা দিয়েছেন দলকে। খুবই সতর্কভাবে প্রথম ঘণ্টাটা পার করে দেয়ার পর ওয়ার্নার স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ফিরে অর্ধশতক আদায় করে নেন। প্রথম এক ঘণ্টায় মাত্র ১৯ রান তোলে তারা। পরে রজার্সকে (১০০ বলে ৪৩) সাজঘরে ফিরিয়ে প্রথম সাফল্য পান মার্ক উড। ওয়ার্নার ১৩১ বলে ১১ চারে ৮৫ রান করার পর মঈন আলীর শিকার হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টিভেন স্মিথ ২৪ ও অধিনায়ক মাইকেল ক্লার্ক ১ রান নিয়ে ব্যাট করছিলেন। ২ উইকেটে ১৬৮ রান করে মোটামুটি ভাল শুরুই পেয়েছে তারা। মাঠে বল গড়ানোর আগেই বড় মনোযোগ সৃষ্টি করেছে প্রতিবাদ। স্টেডিয়ামের বাইরে তিন মিনিটের নীরবতা কর্মসূচী। ‘শোক’ তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ব্যঙ্গ করে। ক্রিকেটবিশ্বের একচ্ছত্র ক্ষমতা এখন এই তিন দেশের হাতে। যে তিন দেশকে ‘বিগ থ্রি’ বা ‘তিন মোড়ল?’ বলা হচ্ছে। কিন্তু প্রতিবাদ উঠল ইংল্যান্ডেই। দুই ক্রিকেট লেখক স্যাম কলিন্স ও জ্যারড কিম্বার নিজেদের মতো করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই দুজন মিলে ‘ডেথ অব আ জেন্টলম্যান’ নামের একটি প্রামাণ্যচিত্রও বানিয়েছেন। যেখানে ক্রিকেটের সবচেয়ে ধনী ও প্রভাবশালী এ তিন বোর্ডকে আইসিসির কর্তৃত্ব নেয়ার তীব্র সমালোচনা করা হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ ড্যামিয়েন কলিন্সও। ‘চেঞ্জক্রিকেট’ শিরোনামে এ আন্দোলন চলছে। সবাইকে এ আন্দোলনে শামিলের আহ্বান জানানো হয়েছে। িি.িপযধহমবপৎরপশবঃ.পড়স এ গিয়ে তিন মোড়লের বিরুদ্ধে চলা প্রতিবাদ নিয়ে যে কেউ মন্তব্য করতে পারবেন।
×