ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনসিনাতিতে জয় পেয়েছেন নাদাল-জোকোভিচ

প্রকাশিত: ০৬:৫৬, ২১ আগস্ট ২০১৫

সিনসিনাতিতে জয় পেয়েছেন নাদাল-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ সিনসিনাতি মাস্টার্সে বুধবার পুরুষ এককে সব ফেবারিট তারকাই জয়ের দেখা পেয়েছেন। দারুণ জয়ে এদিন টুর্নামেন্টের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ, স্পেনের রাফায়েল নাদাল, স্কটিশ তারকা এ্যান্ডি মারে, সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং বেলারুশের ডেভিড গোফিন। সিনসিনাতি মাস্টার্সে দারুণভাবেই মেলে ধরে তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করলেন জোকোভিচ। দ্বিতীয় পর্বে এদিন তিনি ৭-৫ এবং ৬-২ গেমে পরাজিত করেন ফ্রান্সের বেনোত পাইরেকে। এর ফলে টুর্নামেন্টের তৃতীয় পর্বে জোকোভিচের প্রতিপক্ষ এখন তৃতীয় বাছাই বেলারুশের ডেভিড গোফিন। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন নোভাক জোকোভিচ। বছরের প্রথম তিন মেজর টুর্নামেন্টের তিনটিতেই ফাইনাল খেলেছেন তিনি। যার দুটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকা। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ইউএস ওপেন। মৌসুমের শেষ এই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে ফেবারিট জোকোভিচ। নিজেকে ঝালিয়ে নেয়ার জন্য সিনসিনাতি মাস্টার্সে খেলছেন তিনি। শুরুটাও করেছেন দারুণভাবে। বেনোত পাইরের বিপক্ষে দ্বিতীয় পর্বের লড়াইয়ে প্রথম সেটে কিছুটা সমস্যা হলেও দ্বিতীয় সেটে বেশ সহজেই উড়িয়ে দেন প্রতিপক্ষকে। দ্বিতীয় পর্বের বাধা পেরুনোর পর রোমাঞ্চিত জোকোভিচ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দারুণ এক জয়। যদিওবা প্রথম সেটে একটু সমস্যা হয়েছে তবে পরের সেটে অনেক সহজেই খেলেছি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি সময়টাতেও ধরে রাখতে হবে।’ টেনিসের মাস্টার্স পর্যায়ে সবকটি টুর্নামেন্টেই জয়ের দেখা পেয়েছেন জোকোভিচ। কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত সিনসিনাতি মাস্টার্সই জেতা হলো না তার। তবে সার্বিয়ান এই তারকা খেলোয়াড় এখানে চারবার ফাইনাল খেলেছেন। যার সবটিতেই তার সঙ্গী হয়েছে পরাজয়। এবার কি পারবেন সেই অতীতের সব দুঃস্মৃতিকে দূরে ঠেলে শিরোপা-উচ্ছ্বাসে ভাসতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। জোকোভিচের যখন সুসময়, তখন দুঃসময় কাটাচ্ছেন রাফায়েল নাদাল। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এ তারকার পারফর্মেন্স এতটাই বাজে যে, বর্তমানে র‌্যাঙ্কিংয়ের ৮ নাম্বারে ছিটকে পড়েছেন তিনি। তবে ইউএস ওপেনের আগে স্বরূপে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই স্প্যানিয়ার্ড। সম্প্রতি হামবুর্গ ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রাফা। সিনসিনাতি মাস্টার্সের শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্প্যানিশ এই টেনিস তারকা ৬-৩ ও ৬-৪ গেমে পরাজিত করেন ফ্রান্সের জেরেমি চার্দিকে। এছাড়া গ্রেট ব্রিটেনের টেনিস তারকাও জয়ের ধারা অব্যাহত রেখেছেন। এদিন তিনি ৬-৪ এবং ৭-৬ গেমে পরাজিত করেন আমেরিকার মার্ডি ফিশকে। সিনসিনাতি মাস্টার্সের তৃতীয় পর্বের টিকেট কেটেছেন স্টানিসøাস ওয়ারিঙ্কাও। সুইজারল্যান্ডের এই টেনিস তারকা এদিন ৩-৬, ৭-৬ এবং ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার বোরনা কোরিককে। তবে জিতেও সিনসিনাতি মাস্টার্সে সবচেয়ে আলোচিত নাম ওয়ারিঙ্কা।
×