ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ ও ডিমের দাম বেড়েই চলেছে

প্রকাশিত: ০৫:১০, ২২ আগস্ট ২০১৫

পেঁয়াজ ও ডিমের  দাম বেড়েই  চলেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পেঁয়াজের সঙ্গে বেড়ে চলছে ডিমের দাম। প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। গত সপ্তায় এই ডিম ৩৪-৩৬ টাকায় বিক্রি হয়েছিল। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। আলু ছাড়া বাজারে ৬০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়া চাল, ডাল, চিনি এবং আটার দাম অপরিবর্তিত রয়েছে। কমেছে ভোজ্যতেল এবং পামওয়েলের দাম। প্রতিলিটার লুজ সয়াবিন ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৮-৮৪ টাকায়। এছাড়া দাম বাড়ার তালিকায় আছে ব্রয়লার মুরগি ও রসুন। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫-১৫৫ এবং রসুন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায় দরে। শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, কাপ্তানবাজার, ফকিরাপুল বাজার এবং মালিবাগ বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে।
×