ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সতর্কবাণী উপেক্ষা করল পাকিস্তান

প্রকাশিত: ০৫:১২, ২২ আগস্ট ২০১৫

ভারতের সতর্কবাণী উপেক্ষা করল পাকিস্তান

পাকিস্তান শুক্রবার বলেছে যে, সে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) সরতাজ আজিজ এবং কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যকার বৈঠক বাতিল করার কোন পূর্ব শর্ত গ্রহণ করবে না। এটি নয়াদিল্লীতে অনুষ্ঠেয় পাক ভারত এনএসএ পর্যায়ের আলোচনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। খবর জিনিউজের মিডিয়ার খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সভাপতিত্বে এই ইস্যুতে তার মন্ত্রিপরিষদ, সেনাবাহিনী এবং আইএসএ প্রধানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, বৈঠকে পাকিস্তান সেনাবাহিনী প্রধান, আইএসআই কর্মকর্তারা ও অন্যান্য পাকিস্তানী নেতা আজিজ ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দেন। তারা বলেন, গুরুত্বপূর্ণ এনএসএ পর্যায়ের আলোচনার আগে সব স্বার্থসংশ্লিষ্টের সঙ্গে অবশ্যই শলাপরামর্শ করতে হবে। পাকিস্তানের সরকারী সূত্রে বলা হয়, আমরা ভারতের কাছ থেকে ‘নির্দেশ’ নেব না। শর্ত সাপেক্ষে কূটনীতির ভিত্তিতে আলোচনা হতে পারে না। ভারতের এক সতর্কবাণীর প্রেক্ষাপটে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, পাকিস্তানের এনএসএ সরতাজ আজিজের তার ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সঙ্গে আলোচনার জন্য নয়াদিল্লী আসার সময় হুররিয়াত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। এটি যথাযথ হবে না বলে ভারতীয় বার্তায় মন্তব্য করা হয়। পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে এক স্পষ্ট বার্তায় ভারত বলেছে যে, এরূপ কোন বৈঠক সন্ত্রাস দমনের জন্য যৌথভাবে কাজ করতে রাশিয়ায় উফায় পৌঁছানো সমঝোতার চেতনা ও অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না। কমিশন কাশ্মীরের কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ ও অন্যদের আমন্ত্রণ জানিয়েছিল।
×