ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিতর্কিত স্মৃতিসৌধ পরিদর্শনে আবের স্ত্রী, চীন ক্ষুব্ধ

প্রকাশিত: ০৫:১৩, ২২ আগস্ট ২০১৫

বিতর্কিত স্মৃতিসৌধ পরিদর্শনে আবের স্ত্রী, চীন ক্ষুব্ধ

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী টোকিওর বিতর্কিত ইনুকুনি স্মৃতিসৌধ পরিদর্শন করায় চীন শুক্রবার দেশটির কঠোর সমালোচনা করে বলেছে, তাদের আগ্রাসনের ইতিহাস ‘গভীরভাবে মনে রাখা’ উচিত। খবর এএফপির। মঙ্গলবার আকি আবে টোকিও’র কেন্দ্রস্থলে স্থাপিত এ স্মৃতিসৌধ পরিদর্শন করেন। ১৯ শতকের পর থেকে জাপানের যুদ্ধে নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানাতে সরকার স্মৃতিসৌধটি নির্মাণ করে। এদের মধ্যে যুদ্ধের পর গঠিত দূরপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত এক ডজনেরও বেশি যুদ্ধাপরাধী রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, জাপান তাদের অতীতের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া মন্তব্যে তিনি বলেন, ‘জাপান তার অতীত আগ্রাসনের ইতিহাস গভীরভাবে মনে রাখা এবং সামরিকতন্ত্র থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে এশিয়ার দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস জোরদারে সহায়তা করে এমন প্রচেষ্টা জোরদার করা উচিত।’
×