ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:১৮, ২২ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? ক) গঙ্গা খ) পদ্মা গ) যমুনা ঘ) মেঘনা ২. রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র হলো- র. সচিবালয় রর. ওয়াপদা ররর. সেক্রেটারিয়েট নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩. অম্বরপুর চরের কাপালীরা বন্যার কারণে হয়ে পড়ল- র. নিরাশ্রয় রর. সর্বস্বান্ত ররর. নিঃস্ব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪. কোনটি বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলোর একটি? ক) বৈশাখি মেলা খ) ঘোড়দৌড় গ) মোরগ লড়াই ঘ) লাঠি খেলা ৫. শামসুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) মানিকগঞ্জ খ) কিশোরগঞ্জ গ) সিরাজগঞ্জ ঘ) নারায়ণগঞ্জ ৬. ‘দুর্বোধ্য’ অর্থ কী? ক) বহু দূর বিস্তৃত খ) যা বোঝা কঠিন গ) কঠিন পদার্থ ঘ) সহজবোধ্য ৭. শেষ পর্যায়ে কানাই মাঝিকে কী সম্বোধন করে নৌকায় তুলতে অনুরোধ করেছে? ক) লক্ষ্মী খ) ভাইয়া গ) সোনাভাই ঘ) দাদাভাই ৮. কবি হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়? ক) নয়নের জলে খ) মিলিত দলে গ) হৃদয়ের তলে ঘ) উপেক্ষার ছলে ৯. বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল? ক) কৃষক খ) জমিদার গ) মেষপালক ঘ) শয়তান ১০. নিঝুম দ্বীপে কাটানো সাতাশ বছরে রবিনসন কয়জন সঙ্গী পেয়েছিল? ক) দুইজন খ) তিনজন গ) চারজন ঘ) পাঁচজন ১১. বিশ বছর পর রিপ গ্রামে ফিরলে কেউ তাকে চিনতে পারল না কারণ- র. রিপের আত্মীয় ও প্রতিবেশীরা বেশিরভাগ মারা গিয়েছিল রর. রিপ ভুল ঠিকানায় এসে উপস্থিত হয়েছিল ররর. রিপের চেহারা দেখে চেনার উপায় ছিল না। নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১২. নির্বিষখোলার গোয়ালার কাপালিদের যা দিয়ে সাহায্য করেছিল- র. দু আড়ি ধান রর. চাকরি ররর. আশ্রয় নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৩. আলী কোজাই কত দিন পর ফিরে আসে? ক) এক বছর খ) দুই বছর গ) তিন বছর ঘ) চার বছর ১৪. কোথায় ছন্দ তান তুলে মুমূর্ষু ধরা-প্রাণ বাঁচাতে বলা হয়েছে? ক) কঙ্কণে খ) অলকে গ) বাজুতে ঘ) কর্ণ-দুলে ১৫. মোড়রের যে রোগ হয়েছে তার নাম কী? ক) জ্বর খ) জন্ডিস গ) হাঁপানি ঘ) হাড় মড়মড় ১৬. কবির সারাদিন কেটে যাবে কোথায়? ক) কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে খ) অঘ্রাণের মাঠে মাঠে গ) পল্লির নদীতে নদীতে ঘ) পল্লির পাড়ায় পাড়ায় ১৭. ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহৃত শব্দগুলো হলো- র. ঝলমল রর. ছলছল ররর. ঝুপঝুপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ‘ঘ) র, রর ও ররর ১৮. কানাই নৌকায় শুয়ে শুয়ে দেখে- র. নীল আকাশ রর. নদীর স্রোত ররর. উড়ন্ত পাখি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৯. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান? ক) পরাশরের খ) নগেনের গ) মেয়ের ঘ) স্ত্রীর ২০. মুর-জলদস্যুরা রবিনসনকে কী করল? ক) ক্রীতদাসরূপে বিক্রি করল খ) সাহায্য করল গ) পানিতে ফেলে দিল ঘ) আঘাত করল ২১.বাঙালির ভাষা-আন্দোলনে জনতার পাশাপাশি প্রধান ভূমিকা ছিল- ক) শ্রমিকদের খ) ছাত্রদের গ) কৃষকদের ঘ) চিকিৎসকদের ২২.সন্ন্যাসী বেশে উপেনের কয় বছর কেটেছিল? ক) পনেরো-ষোলো খ) সতেরো-আঠারো গ) উনিশ-বিশ ঘ) বারো-তেরো ২৩. বৈদিক ভাষার ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য- র. বেদের ভাষা, অপবিত্র ভাষা রর. অপ্রচলিত ভাষা, পবিত্র ভাষা ররর. বেদের ভাষা, পবিত্র ভাষা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৪. কবি অরণ্য কন্যাদের কাছে কী প্রত্যাশা করেন? ক) জাগরণের খ) মৃত্যুর গ) হারিয়ে যাওয়ার ঘ) বিলীন হয়ে যাওয়ার ২৫. কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো- ক) চারখানা খ) পাঁচখানা গ) ধুইখানা ঘ) তিনখানা ২৬. টম ক্যান্টি কী হওয়ার স্বপ্নে বিভোর থাকত? ক) রাজা খ) যাযাবর গ) শিকারি ঘ) রাজকুমার ২৭. নগেন সম্বন্ধে পরাশর ডাক্তারের ধারণা কেমন? ক) খুব লোভী ছেলে খ) খুব চালাক ছেলে গ) একজন দক্ষ অভিনেতা ঘ) বানিয়ে গল্প বলার ছেলে নয়। ২৮. রূপসার ঘোলা জলে ছেঁড়া পালে কে ডিঙ্গা বায়? ক) মাঝি খ) কিশোর গ) নাবিক ঘ) জেলে ২৯. সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন? ক) ভাইয়ের সহযোগিতায় খ) নিজের চেষ্টায় গ) বাবার তত্ত্বাবধানে ঘ) স্বামীর পৃষ্ঠপোষকতায় ৩০. রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয় কোন তারিখে? ক) ২২ বৈশাখ খ) ২২ শ্রাবণ গ) ২৫ বৈশাখ ঘ) ২৫ শ্রাবণ ৩১. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন? ক) সবুজ খ) বেগুনি গ) কমলা ঘ) হলদে ৩২. বাত ব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন? ক) অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায় খ) দ্রুত হাঁটতে না পারায় গ) ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায় ঘ) তাদের ঘরে অনেক দূরে বলে ৩৩. ‘জ্বলন্ত অগ্নিপি-ের সাথে প্রকৃতপক্ষে সাদৃশ্য রয়েছে... ক) স্বাবলম্বী জনতা খ) অত্যাচারী শোষক গ) তেজী জনতা ঘ) তৃষ্ণার্ত জনতা ৩৪. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি? ক) নকশিকাঁথা খ) জামদানি শাড়ি গ) টেপাপুতুল ঘ) শীতল পাটি ৩৫. আবদুল গাফ্ফার চৌধুরী বর্তমানে কোথায় আছেন? ক) স্বদেশে খ) ইতালিতে গ) প্রবাসে ঘ) বরিশালে ৩৬. কয়েকজন বালক কীসের আলোতে বসে খেলা করছিল? ক) সূর্যের আলো খ) বৈদ্যুতিক আলো গ) তারার আলো ঘ) চাঁদের আলো ৩৭. লেখক ছাড়া তার কয় বন্ধুর নাম এ গল্পে পাওয়া যায়? ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয় ৩৮. আজ কীসের ডঙ্কা বেজে উঠেছে? ক) কেউ অভিযানে যাবে না খ) নারীরা বন্দী থাকবে না গ) কেউ রহিবে না বন্দী কাহারও ঘ) নারীরা দাসী মনোভাবাপন্ন ৩৯. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান- র. বসন্তে রর. শরতে ররর. হেমন্তে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪০.আমাদের বনজ সম্পদ ভরপুর- র. ফুলে ও ফলের সম্ভারে রর. নান প্রকার বনজ সম্পদে ররর. স্বর্ণময় দোলায়িত শস্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪১. বাংলা সন চালু করা হয় কোন সালে? ক) ১৫৫৬ খ) ১৫৬১ গ) ১৯৫৪ ঘ) ১৯৬৭ ৪২. কুটির শিল্পকে শিল্পগুণ বিচারে বলা যায়- ক) লোকশিল্প খ) ক্ষুদ্র শিল্প গ) কারুশিল্প ঘ) বৃহৎ শিল্প ৪৩. ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘পারিষদ’ বলতে বোঝানো হয়েছে- র. মোসাহেব রর. পার্শ্বচর ররর. কার্যালয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৪. ‘মতলব বার করেছি।’-উক্তিটি কার? ক) মিনুর খ) সিধুর গ) নিধুর ঘ) বিধুর ৪৫. কামিনী রায় কোন কলেজে পড়াশোনা করে সেই কলেজেই অধ্যাপনা করেন? ক) ঢাকা কলেজ খ) বেথুন কলেজ গ) সিটি কলেজ ঘ) হিন্দু কলেজ ৪৬. রিপ ছিল- র. আড্ডাবাজ রর. পরোপকারী ররর. শৌখিন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৭. “আপনে ঠিকই বলেছেন উকিল সাহেব।”-এই উকিল সাহেব প্রকৃত পক্ষে- ক) নেরিসা খ) বাসানিও গ) পোর্শিয়া ঘ) লরেঞ্জো ৪৮. সকল শিল্পকলার ভেতর থাকে কতকগুলো- ক) উপজাত দ্রব্য খ) সার অংশ গ) আবশ্যক পদার্থ ঘ) মূল বস্তু উদ্দীপকটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও : ‘‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায়?” ৪৯. ‘দুই বিঘা জমি’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে? ক) দেশপ্রেম খ) কবির আত্মবিলাপ গ) বাংলা ভাষাপ্রীতি ঘ) ভাষাপ্রেম ৫০. রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র হলো- র. সচিবালয় রর. ওয়াপদা ররর. সেক্রেটারিয়েট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (খ) ৩. (ঘ) ৪. (ক) ৫. (ক) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ঘ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (ক) ২১. (খ) ২২. (ক) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (খ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (খ)
×