ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেটা মন্ত্রী যাবে জানিস না...!

প্রকাশিত: ০৫:২১, ২২ আগস্ট ২০১৫

বেটা মন্ত্রী যাবে  জানিস না...!

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২১ আগস্ট ॥ মন্ত্রী যাবে জানতেন না টেম্পোচালক মোহাম্মদ তসলিম (২০)। পরিবারের সদস্যদের আহার যোগাতে প্রতিদিনের মতো টেম্পো নিয়ে সকালে বেরিয়ে পড়েন রাস্তায়। শুক্রবার সকালে চট্টগ্রামের পটিয়া হাইওয়ে ক্রসিং এলাকায় পৌঁছামাত্রই পুলিশ সিগন্যাল দিয়ে তসলিমের টেম্পোটি থামায়। কিছু বুঝে ওঠার আগেই পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ শফিক কমান্ডো স্টাইলে টেম্পোচালকের চুলের মুঠি ধরে বেধড়ক পেটাতে থাকেন। ওই সময় চিৎকার করে শফিক বলতে থাকেনÑ ‘বেটা মন্ত্রী যাবে জানিস না’। মারতে মারতে একপর্যায়ে চালকসহ টেম্পোটি পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নিয়ে যায়। টেম্পোচালক উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের আবুল ফয়েজের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক হয়ে কক্সবাজার যাওয়ার কথা ছিল। সকাল থেকেই মহাসড়কে নিষিদ্ধ সিএনজি ছাড়াও ফিটনেসবিহীন গাড়ি চলাচল হাইওয়ে পুলিশ বন্ধ করে দেয়। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়ে। অনেকে রোগী নিয়ে বের হতে চাইলেও গাড়ির অভাবে বের হতে পারেননি। এদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা দুই দিন আরকান সড়কের ভাঙ্গা অংশ ইট-বালি দিয়ে মেরামত করতে দেখা গেছে। মন্ত্রীর কর্মসূচী বাতিল হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে ভোগান্তির শিকার সাধারণ যাত্রী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলার থানা মহিরা গ্রামের রিক্সাচালক আবদুল মোনাফ (৬০) ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামীণ পথ থেকে সামান্য মহাসড়কে ওঠামাত্রই মন্ত্রী যাওয়ার ইস্যুতে তার রিক্সাটি দিনভর পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়।
×