ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেনেড হামলা মামলার আসামি কায়কোবাদের বাড়ি ঘেরাও

প্রকাশিত: ০৫:৪৫, ২২ আগস্ট ২০১৫

গ্রেনেড হামলা  মামলার আসামি কায়কোবাদের  বাড়ি ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২১ আগস্ট ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় চার্জশিটভুক্ত আসামি কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বাড়ি ঘেরাও কর্মসূচীতে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে আলোচনাসভা ও শোকর‌্যালি শেষে দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরের কায়কোবাদের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিলে ঘেরাও কর্মসূচী প- হয়ে যায়। জানা গেছে,২১ আগষ্টের শোকর‌্যালি ও আলোচনাসভা শেষে দলীয় নেতাকর্মীরা মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক সাংসদ কায়কোবাদের বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্য মিছিল নিয়ে রওয়ানা করে। কিন্ত পুলিশ কায়কোবাদের বাড়ির অদূরে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সামনে গতি রোধ করে। এ সময় মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন আহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনসহ পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নেতাকর্মীরা ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদেরকে গ্রেফতার ও দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবিতে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত, উপজেলা যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, উত্তেজিত নেতাকর্মীরা মিছিল নিয়ে সাবেক সাংসদ কায়কোবাদের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থেই তাদের বাধা দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউতে হামলা মামলায় মুরাদনগরের বিএনপি দলীয় সাবেক সাংসদ কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে আসামি করা হয়।
×