ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী হত্যায় সহায়তা, মাদ্রাসা থেকে আটক তিন

প্রকাশিত: ০৪:০৪, ২৩ আগস্ট ২০১৫

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী হত্যায় সহায়তা, মাদ্রাসা থেকে আটক তিন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী (কর্নেল) শুজা খান জাদার হত্যাকা-ে সহায়তা করার দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বৃহস্পতিবার রাতে রাজধানী ইসলামাবাদের এক মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ সূত্রে একথা বলা হয়। সন্দেহভাজনদের নাম কারি ইমদাদুল্লাহ, কারি ইরশাদ ও শওকত বলে জানানো হয়। তাদের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে মাদ্রাসা হাক্কানিয়া মদিনা থেকে গ্রেফতার করা হয়। পাঞ্জাব কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ও পাকিস্তান রেঞ্জারস যৌথভাবে মধ্যরাতের দিকে ঐ অভিযান চালায়। জানা যায়, সন্দেহভাজনদের পরে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসার প্রশাসক কারি আহসানউল্লাহ হাজারভি বলেন, ইমদাদ উল্লাহ তার পুত্র ইরশাদ মাদ্রাসার এক শিক্ষক ও কিশোর শওকত গেস্ট ছিল। হাজারভি বলেন, কি অভিযোগে ওই ব্যক্তিদের আটক করা হয়েছে, তা কর্তৃপক্ষ জানায়নি। তিনি শহরের কোন থানাতেই তাদের খোঁজ পাননি। ওই মাদ্রাসাটি ইসলামাবাদের জমি বরাদ্দপ্রাপ্ত বেশ কিছু মাদ্রাসার অন্যতম। তৎকালীন শাসক জেনারেল জিয়াউল হকের নির্দেশে ১৯৮০-এর মাঝামাঝি ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি ওইসব মাদ্রাসার জন্য জমি বরাদ্দ করেছিল। -ওয়েবসাইট ২০ কিমি উঁচু এলিভেটর! ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার উঁচু বিদ্যুতচালিত সিঁড়ি। কানাডায় প্রস্তাবিত এই স্পেস এলিভেটরের মাথায় থাকবে একটি টাওয়ারও। যেখানে খুব সহজেই রকেটে চড়ে মহাকাশে রওনা দেবেন নভোচারীরা। থট টেকনোলজির ব্রেনড্যান কোয়াইন এ নক্সা তৈরি করেছেন। এটি পর্যটকদের জন্যও খোলা থাকবে। সেখানে বায়ুশক্তিকে বিদ্যুত উৎপাদনসহ নানা কাজে ব্যবহারও করা হবে।- ওয়েবসাইট ওজন কমাতে ঝাল লাল মরিচের ঝাল শরীরে জমতে দেবে না মেদ। এর হাই-ফ্যাট ডায়েট পাকস্থলিতে অনুভূতিপ্রবণ কোষকে নষ্ট করে দেয়। যার ফলে অল্প খেলেই মনে হয় পেট ভরে গেছে এবং অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছাও নষ্ট হয়ে যায়। মরিচের ঝাঁঝ বা ক্যাপসাইসিন মানুষের খাদ্যগ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়। পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশিত প্রতিবেদনে অস্ট্রেলিয়ার এ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ও গ্যাসট্রোএনটেস্টিনাল ডিজিজ বিভাগে ওবেসিটি রোগীদের ওপর এই থেরাপি প্রয়োগ করে লাল মরিচের গুণের কথা জানিয়েছেন গবেষকরা। - সংবাদ প্রতিদিন
×