ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারাগন লেদারের শুনানি আজ

প্রকাশিত: ০৪:০৭, ২৩ আগস্ট ২০১৫

প্যারাগন লেদারের শুনানি আজ

শেয়ারের সার্টিফিকেট নিয়ে প্রতারণার অভিযোগে প্যারাগন লেদার এ্যান্ড রুট ওয়্যার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে দায়ের মামলার পরবর্তী শুনানি আজ রবিবার। জানা যায়, কোম্পানিটির শেয়ার জালিয়াতির অভিযোগের ভিত্তিতে বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। ২০০১ সালের ৩১ মে কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রসঙ্গত, প্যারাগন লেদারের শেয়ার জালিয়াতি নিয়ে কোম্পানিসহ আরও ২০ জনকে আসামি করে ২০০২ সালে মামলা করে বিএসইসি। আসামিরা হলেন- এম এ সালাম, আবুল কালাম আজাদ, নূর মোহাম্মদ, আব্দুস সালাম, এসএস জুনায়েদ বাগদাদী, মোঃ কুতুবউদ্দিন, মোঃ আরব মিয়া, আলী আহম্মেদ, মোঃ নূরুল আফসার, মোঃ কলিমউদ্দিন, মোঃ জালাল উদ্দিন, হেমন্ত বাইন, এবিএম মোরশেদুল হক, মোঃ সাইফুল্লাহ মিজান, শামসুল হাদী, মোঃ বশির আলম, মাহবুবুর, মাহবুবুর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন করেছে ব্যাংকটির কর্পোরেট উদ্যোক্তা দুবাই ইসলামী ব্যাংক। বিক্রির ঘোষণা দেয়ার ১০ দিনের মধ্যেই শেয়ার বিক্রি করতে সক্ষম হয়েছে দুবাই ইসলামী ব্যাংক। গত ১০ আগস্ট ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা দুবাই ইসলামী ব্যাংক তার নিকট থাকা ইসলামী ব্যাংকের ৬৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ারের মধ্যে ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার বিক্রির ঘোষণা দেয়। ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ সব শেয়ার বিক্রি করা হবে বলে দুবাই ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। তবে মাত্র ১০ কার্যদিবসের মধ্যে ঘোষিত সব শেয়ার বিক্রি করতে সক্ষম হয়েছে দুবাই ইসলামী ব্যাংক। শেয়ার বিক্রির বিষয়টি স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে।- অর্থনৈতিক রিপোর্টার
×