ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১৩, ২৩ আগস্ট ২০১৫

পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পূবালী ব্যাংক লিমিটেড খুলনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এন্টি মানি লন্ডারিং (এএমএল), ইন্টারনাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি), ফরেন রেমিটেন্স (এফআর), নৈতিক ব্যাংকিং (ইবি), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) ও ফরেন এ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স এ্যাক্ট (এফএসিটিএ) বিষয়ক এক কর্মশালা শনিবার নগরীর হোটেল ইএফসির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপকসহ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, কমপ্লায়েন্স বিভাগ (আইসিসি উইং) নীতিশ কুমার রায়। পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মাদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ঢাকার উপ-মহাব্যবস্থাপক এবং নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের ওবায়দুল্লাহ আল-মাহমুদ রিফাত, সিনিয়র অফিসার, কমপ্লায়েন্স বিভাগ (আইসিসি উইং) এবং মোঃ ইউসুফ ইমন, অফিসার, আন্তর্জাতিক বিভাগ। কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, সন্ত্রাস বিরোধী আইন-২০১৩ (সংশোধিত) অনুযায়ী ব্যাংক কর্মকর্তাদের দায়-দায়িত্ব, সন্দেহজনক লেনদেন পরিমাপক, নগদ লেনদেন রিপোর্টিং, হিসাব খোলার নিয়মাবলী, গ্রাহকের লেনদেন হালনাগাদকরণ, গ্রাহকের যথাযথ পরিচিতি গ্রহণ, ফরেন এ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স এ্যাক্ট (এফএটিসিএ)-২০১০, নৈতিক ব্যাকিং ও ব্যাংক কর্মকর্তাদের দায়-দায়িত্ব, ঋণ প্রস্তাব সঠিকভাবে প্রেরণ, ঋণ ঝুঁকি নিরূপণ ও ব্যবস্থাপনা, ফরেন রেমিটেন্সের গুরুত্ব, সমস্যা এবং প্রতিকার, ইন্টারনাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি)- এর গুরুত্ব। বাপার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে আয়ুর্বেদীয় ফার্মাসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী এবং সাধারণ সম্পাদক পদে রাজ কামাল ফুড প্রোডাক্টসের মালিক মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হলেন প্রাণ এগ্রো লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, সহ-সভাপতি মেসার্স বনফুল অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার এমএ মোতালেব, কোষাধ্যক্ষ ইজি কুক ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু। কার্যনির্বাহী কমিটি সদস্যরা হলেন : বম্বে সুইটস্ অ্যান্ড কোং লিমিটেডের হেড অব মার্কেটিং ডি ডি ঘোষাল, মেসার্স রমনী কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোঃ নুরুল মঈন মিনু, ফারহান এগ্রো প্রসেসরের স্বত্বাধিকারী নাজমুল হক, মেসার্স স্মরণিকা এন্টারপ্রাইজের প্রোপাইটর মাসুদুর রহমান, ইটিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একরামুল ইসলাম, মেরিডিয়ান ফুডস্ লিমিটেডের চেয়ারম্যান কোহিনূর কামাল, প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান মোঃ এনামুল হাসান খান, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুল মাজেদ. স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (রফতানি) খুরশীদ আহমাদ ফরহাদ, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডাইরেক্টর অনুপ কুমার সাহা।
×