ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝুলন্ত সুইমিংপুল

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৫

ঝুলন্ত সুইমিংপুল

ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সড়ক এসব কিছুর সঙ্গে এবার যুক্ত হলো ঝুলন্ত সুইমিংপুল। বহুতল দালানের ওপরে তৈরি করা হয়েছে ঝুলন্ত সুইমিংপুল। এই সুইমিংপুলে গোসল করতে থাকলে মনে হবে আকাশে মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছেন। ঝুলন্ত সুইমিংপুলের বিষয়টি যে একদম নতুন তা কিন্তু নয়। আমেরিকা ও ইউরোপের কয়েকটি শহরে তৈরি করা হয়েছে ঝুলন্ত সুইমিংপুল। কিন্তু লন্ডনে যে ঝুলন্ত সুইমিংপুল তৈরি করা হচ্ছে তার বিশেষত্ব হলো, এটি মোটা ও স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছে। এতে সুইমিংপুলের এপার ওপার দেখা যাবে। কেউ সাঁতার কাটতে থাকলে নিচ দিয়ে তাকালে মনে হবে আকাশে সাঁতার কাটছে। এই ঝুলন্ত সুইমিংপুল বহুতলের ওপরে তৈরি হচ্ছে? এটির দৈর্ঘ্য নব্বই ফুট আর গভীরতা চার ফুট। ২০১৮ সালের মধ্যে লন্ডন শহরের প্রথম এই ফ্লোটিং সুইমিংপুলের কাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে? প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে এই ঝুলন্ত সুইমিংপুলটি? লন্ডনের মার্কিন দূতাবাসের গা ঘেঁষেই তৈরি হচ্ছে এটি? সুইমিংপুল থেকেই বিখ্যাত লন্ডন আই এবং বিগ বেন দেখা যাবে? লন্ডনে ফ্লোটিং সুইমিংপুলযুক্ত বহুতলে ফ্ল্যাট কিনতে হলে ন্যূনতম খরচ করতে হবে প্রায় এক মিলিয়ন ডলার?
×