ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ফুটবলে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল

প্রকাশিত: ০৬:২৮, ২৩ আগস্ট ২০১৫

শেখ কামাল ফুটবলে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম আবাহনী আয়োজিত ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ’-এ খেলতে সম্মতি জানিয়েছে ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আগামী ১৭-৩০ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার ৮টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার একটি করে ক্লাবকে এ টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। গত সপ্তাহে এ ৪ দেশের ৫টি ক্লাবকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায় বাফুফে। এর মধ্যে ভারতের দল দুটি খেলার সম্মতি জানিয়ে টুর্নামেন্টের ‘টার্মস এ্যান্ড কন্ডিশন’সহ বিস্তারিত জানতে চেয়েছে। বাংলাদেশের তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও শেখ জামাল খেলবে এ টুর্নামেন্টে। বিদেশী ৫ ক্লাব না পেলে বাংলাদেশের ক্লাব বেড়ে যাবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘মোহনবাগান ও ইস্টবেঙ্গল সম্মতি জানিয়েছে। সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে নেপালের যে ম্যাচ কমিশনার এসেছিলেন তাকে বলেছি দেশে গিয়ে যেন বিষয়টি ফলোআপ করে। মালদ্বীপ ও শ্রীলঙ্কা থেকে এখন কোন সাড়া পাইনি।’ ওয়ালটনের সহায়তায় স্কুল দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা খেলোয়াড় সংস্থার আয়োজনে শনিবার মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘স্কুল দাবা প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতায় সহায়তা করে ওয়ালটন। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের তিনটি শাখার (মতিঝিল, মুগদা ও বনশ্রী) ৫৬০ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্কুলের গবর্নিং বডির সদস্য গোলাম আশরাফ তালুকদার, মারুফ আহমেদ মনসুর এবং জাহিদুল ইসলাম টিপু। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি এনায়েত হোসেন।
×