ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডা

প্রকাশিত: ০৭:২১, ২৩ আগস্ট ২০১৫

কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডা

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে শুক্রবার বিকেলে দ্বাদশ চর্চা সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ছোটকাগজ চর্চার উদ্যোগে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এবারের আড্ডার মধ্যমণি ছিলেন বাউল কবি শেখ মোঃ শহীদুল্লাহ। চর্চার সম্পাদক রহমান জীবনের পরিচালনায় আড্ডায় বক্তব্য রাখেন সাহিত্যিক হাবিব আল আজাদ, কবি নূর জাহিদ, গীতিকার মির্জা রফিকুল হাসান, কবি আবুল হাসেম বয়াতী, গীতিকার সাহেদ উদ্দিন ঠাকুর, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ওয়ালী উল হক, কবি আশরাফ উদ্দিন ভূঞা, গীতিকার এমএ আকবর, আশরাফুল আলম স্বদেশী, আব্দুল হাদী, কবি এইচএম মোমেন ভূইয়া ও কবি মনিরুজ্জামান রাফি। এর আগে স্বরচিত লেখা পাঠ করেন লেখকরা। ‘মনের রাজা’ চলচ্চিত্রের মহরত সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর মগবাজারের শ্রুতি স্টুডিওতে শুক্রবার সন্ধ্যায় ‘মনের রাজা’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়েছে। রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এই চলচ্চিত্রে মন চরিত্রে পিয়া বিপাশা ও রাজা চরিত্রে জায়েদ খানকে অভিনয় করতে দেখা যাবে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, এক সময়ের জনপ্রিয় উজ্জ্বল, পরিচালক রাকিবুল আলম রাকিবসহ আরও অনেকে। ‘স্বপ্নডাঙ্গা’ চলচ্চিত্রের ব্যানারে ‘মনের রাজা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন রওশন আলম সূর্য। এ উপলক্ষে সুদৃশ্য কেক কাটার মাধ্যমে মহরত অনুষ্ঠানের সমাপ্তি হয়। মহরতের সময় পরিচালক জানান, প্রথম দফায় টানা পাঁচ দিন রাজধানীর এফডিসি, হাতিরঝিল ও উত্তরার বিভিন্ন লোকেশন চিত্রধারণের কাজ চলবে। দ্বিতীয় দফায় পিরোজপুরের বিভিন্ন লোকেশনে শূটিং করা হবে।
×