ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৫. যার উপস্থিতির কারণে পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে- র. পানি রর. বায়ু ররর. প্রাণ উপযোগী পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৬. গত এক শতাব্দীতে বায়ুম-লে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ? ক) ৮০ খ) ৯০ গ) ৯৫ ঘ) ১০০ ৩৭. মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও নিম্নবিত্তদের জন্যে বৃদ্ধি করতে হবে- র. আর্থিক সহযোগিতা রর. উপবৃত্তির সুযোগ ররর. উচ্চশিক্ষার সুযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) ররর ঘ) র ৩৮. ২৫ মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধু কয়টি পূর্বশর্ত দেন? ক) ৪টি খ) ৭টি গ) ১১টি ঘ) ৬টি ৩৯. বাংলাদেশের মাটিতে বছরে কয়বার ফসল ফলানো যায়? ক) ১ বার খ) ২ বার গ) ৩ বার ঘ) ৪ বার ৪০. আমাদের সমাজজীবনে বর্তমানে ভয়াবহ সমস্যা কোনটি? ক) মাদকাসক্তি খ) কিশোর অপরাধ গ) ভিক্ষাবৃত্তি ঘ) আর্সেনিক ৪১. বাংলাদেশে সংস্কৃতি চর্চায় কাজ রয়েছে- র. গণগ্রন্থাগার রর. বাফা ররর. ছায়ানট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪২. ভারতকে ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি রা¿ হওয়ার কারণ হলো- র. ভাগ করো ও শাসন করো নীতি রর. দ্বিজাতিতত্ত্ব ররর. সাম্পদায়িকতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. অদক্ষ জনশক্তি বলতে যা বোঝায়- ক) কিশোর বয়সী জনশক্তি খ) যুবক বয়সের জনশক্তি গ) প্রশিক্ষণবিহীন জনশক্তি ঘ) কর্মহীন জনশক্তি ৪৪. ১৯৭১ সালের কোন তারিখে বাঙালির ওপর চরম আঘাত নেমে আসে? ক) ৭ মার্চ খ) ১০ মার্চ গ) ১৫ মার্চ ঘ) ২৫ মার্চ ৪৫. মানুষের জন্মগত অধিকার কোনটি? ক) বস্ত্র খ) বাসস্থান গ) শিক্ষা ঘ) বিনোদন ৪৬. যে দেশটি তাদের বিশাল জনশক্তিকে সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে- ক) পাকিস্তান খ) মায়ানমার গ) বাংলাদেশ ঘ) ভারত ৪৭. কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ- ক) আইন খ) বাণিজ্য গ) বিজ্ঞান ঘ) সামাজিকবিজ্ঞান ৪৮. বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার রক্ষা করা কোন সংস্থার উদ্দেশ্য ক) ন্যাম খ) ইউরোপীয় ইউনিয়ন গ) জাতিসংঘ ঘ) সার্ক উদ্দীপকটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও : নিজাম সাহেব স্থানীয় সরকারের এমন একটি প্রতিষ্ঠানের প্রধান যার মোট সদস্য সংখ্যা ১৩ জন। এর মধ্যে তিনজন মহিলা সদস্য। ৪৯. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ্য করা যায়? ক) ইউনিয়ন পরিষদ খ) সিটি কর্পোরেশন গ) জেলা পরিষদ ঘ) উপজেলা পরিষদ ৫০. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×