ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দেড় মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে দেড় মাসে  সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন পুঁজিবাজারে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের সঙ্গে সূচকেরও পতন হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৬ জুলাই ডিএসইতে ৪২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বড় মূলধনী কোম্পানিগুলোর দর হারানোর দিনে ব্যাংক খাতের শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীদের ঝুঁঁকতে দেখা গেছে। সর্বশেষ প্রান্তিক বা অর্ধবার্ষিকীতে খাতটির প্রায় দুই-তৃতীয়াংশ কোম্পানির আগের তুলনায় মুনাফা বেড়েছে। এরই কারণে বিনিয়োগকারীরা স্থিতিশীল বিনিয়োগ হিসেবে ব্যাংককেই বেছে নিচ্ছেন। যার কারণে ডিএসইতে প্রায় ৫৪ শতাংশ কোম্পানির দর কমলেও সূচকের পতন ঘটেছে সামান্যই। বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে লেনদেন কমেছে ১২৯ কোটি ২৩ লাখ টাকার বা ২১ দশমিক ৬৫ শতাংশ। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসই প্রধান মূল্যসূচক বা ডিএসই এক্সসূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৪ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। ডিএসইতে বেশি লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার। এরপর রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বারাকা পাওয়ার লিমিটেড, ইসলামী ব্যাংক, এপেক্স ট্যানারি এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইনটেক অনলাইন, ব্যাংক এশিয়া, ৪র্থ আইসিবি, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, রূপালী ব্যাংক, এএমসিএল (প্রাণ), ৩য় আইসিবি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও বার্জার পেইন্টস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, ঝিল বাংলা, কে এ্যান্ড কিউ, প্রগতি লাইফ, মুন্নু সিরামিক, শাশা ডেনিমস, ১ম আইসিবি মিউচুয়াল ফান্ড, আইসিবি, ন্যাশনাল পলিমার ও হাক্কানী পাল্প। সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সর্বনিম্ন লেনদেন হয়েছে। রবিবার সিএসইতে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও অলিম্পিক এক্সেসরিজ।
×