ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদের অবস্থান সম্পর্কে তথ্য পাকিস্তানকে দিতে প্রস্তুত ভারত

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ আগস্ট ২০১৫

দাউদের অবস্থান  সম্পর্কে তথ্য পাকিস্তানকে দিতে প্রস্তুত ভারত

দাউদ ইব্রাহিম যে পাকিস্তানেই রয়েছে, তার বিস্তারিত প্রমাণ পাকিস্তানের হাতে তুুলে দেয়ার জন্য প্রস্তুত ভারত। কেন্দ্রীয় সূত্রের খবর, দাউদ সংক্রান্ত যে তথ্য পাকিস্তানের হাতে তুলে দেয়ার জন্য তৈরি করেছে ভারত, সেখানে আন্ডারওয়ার্ল্ড ডনের নয়টি বাড়ি এবং তিনটি পাসপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির বাড়ির কাছেই একটি বাড়ি রয়েছে দাউদের। তথ্য অনুযায়ী, বর্তমানে করাচির ক্লিফটন অঞ্চলে জিয়াউদ্দিন হাসপাতালের কাছে শিরিন জিন্না কলোনির একটি বাড়িতে থাকছে দাউদ। যাতে চিকিৎসার কোনও সমস্যা না হয়, সেজন্যই ২০১৩ সালের ডিসেম্বরে ওই বাড়িটি নেয় দাউদ। এছাড়া ওই অঞ্চলেরই মঈন প্যালেস ও তাওয়ারে দুটি বাড়ি রয়েছে তার। করাচির খাইবার তনজিমে, আমির খান রোডে, নুরিয়াবাদে, ইসলামাবাদের কাছে ভুবন হিলে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর গোপন আস্তানায়, ইসলামাবাদের মরগল্লা রোডেও তার বাড়ি রয়েছে। তথ্যে আরও বলা হয়েছে, দাউদের তিনটি পাক পাসপোর্টও রয়েছে। তার বিশদও দেয়া রয়েছে ওই ডসিয়ারে। বলা হয়েছে পাসপোর্ট নম্বরগুলো হলো জি-৮৬৬৫৩৭, সি-২৬৭১৮৫ ও কেসি-২৮৫৯০১।
×