ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে মালালার জন্য ভিআইপি নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ আগস্ট ২০১৫

ব্রিটেনে মালালার জন্য ভিআইপি নিরাপত্তা

সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী ১৮ বছর বয়সী পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের নিরাপত্তার জন্য সর্বক্ষণিক দুই সশস্ত্র রক্ষী দেয়া হয়েছে। ব্রিটেনে তিনি সন্ত্রাসীদের এক গুরুত্বপূর্ণ লক্ষ্যে পরিণত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। মালালার নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে, গোয়েন্দা প্রধানদের এমন হুঁশিয়ারির পর ব্রিটিশ পুলিশ তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাধারণত মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নেয়া হয়। ফতোয়া অগ্রাহ্য করে পড়াশোনা আর লেখালেখি চালিয়ে যাওয়ার ‘অপরাধে’ মালালা ১৪ বছর বয়সে পাকিস্তানে তালেবান হামলার শিকার হন। এরপর ব্রিটেনে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে মালালা এখন বার্মিংহামের একটি স্কুলে পড়াশোনা করেন। গত বছর সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পাওয়ার অতি বিরল কৃতিত্ব তার ঝুলিতে উঠেছে। এক সূত্র ব্রিটিশ দৈনিক ডেইলি সানকে বলেছে, তালেবানের হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন তার প্রোফাইল আরও বড় হওয়ায় সেই হুমকি আরও বেড়েছে। তাই এখন মনে হচ্ছে তার জীবন পাকিস্তানের সোয়াতের মতো ইংল্যান্ডেও নিরাপদ নয়। নোবেল জয়ী ও নারী শিক্ষা অধিকারকর্মী মালালাকে গ্লোবাল এ্যাম্বাসেডর হিসেবে দেখা
×