ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে মোটরসাইকেল ছিনতাই চক্র সক্রিয়

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৫

যশোরে মোটরসাইকেল  ছিনতাই চক্র সক্রিয়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে মাঠ চষে বেড়াচ্ছে মোটরসাইকেল ছিনতাই ও বিকিকিনি চক্র। সংঘবদ্ধ কয়েকটি সিন্ডিকেটে শতাধিক পেশাদার ছিনতাইকারী কাজ করছে। যারা নির্দিষ্ট ক্রেতা ও সিন্ডিকেটের কাছ থেকে আগাম টাকা নিয়েও মোটরসাইকেল ছিনতাই করে দিচ্ছে। সম্প্রতি যশোরের পুলিশ সংঘবদ্ধ মোটরসাইকেল ছিনতাই ও বিকিকিনি চক্রের সন্ধান পেয়ে ধরপাকড়ও শুরু করেছে। ওই সিন্ডিকেটের ৬ সক্রিয় সদস্যকে আটকও করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, আটকের সময় তাদের দখল থেকে দু’চারটি মোটরসাইকেল উদ্ধার হলেও এ অঞ্চলে ছিনতাই হওয়ার তুলনায় তা হাতেগোনা মাত্র। যশোরের ভেকুটিয়া, বকচর, নীলগঞ্জ, কাজীপাড়া, রূপদিয়া, চুড়ামনকাটি, চাঁচড়া, শেখহাটি, উপশহর, বারান্দিপাড়া ও ধর্মতলা এলাকার কয়েকটি মোটরসাইকেল ছিনতাই ও চোর সিন্ডিকেট এ অঞ্চল থেকে চুরি ছিনতাই করে ফরিদপুর, বগুড়া ও ঢাকায় পাঠাচ্ছে। ছিনতাইয়ের পর ওইসব মোটরসাইকেল নতুন করে ফিটিং দিয়ে হাত বদল করছে। পালসার, ডিসকভারি, হিরো স্পিলিন্ডার মোটরসাইকেলের মূল্য লক্ষাধিক টাকা হলেও এ চক্র ৪০ থেকে ৫০ হাজার টাকায় দেয়ায় অনেকেই এ চক্রের কাছ থেকে গাড়ি কেনার দিকে ঝুঁকছে। যশোরাঞ্চলের পেশাদার ছিনতাইকারীরা নির্দিষ্ট ক্রেতা সিন্ডিকেটের কাছ থেকে আগাম টাকা নিয়েও মোটরসাইকেল ছিনতাই করে দিচ্ছে।
×