ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুমোদনহীন ওষুধ বিক্রি চট্টগ্রামে ৪ ফার্মেসিকে জরিমানা, দুটি সিল

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৫

অনুমোদনহীন ওষুধ বিক্রি চট্টগ্রামে ৪ ফার্মেসিকে  জরিমানা, দুটি  সিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে চট্টগ্রামের চার ফার্মেসিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সিলগালা করা হয়েছে ২টি ফার্মেসির। রবিবার জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ফার্মেসিগুলোতে সরকারী ওষুধ এবং অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পাওয়া যায়নি ড্রাগ লাইসেন্স। এ অভিযোগে নগরীর কোতোয়ালি থানার আলকরণ এলাকার আরএস মেডিক্যাল স্টোর নামের একটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই দোকান থেকে বিপুল পরিমাণ সরকারী ওষুধ জব্ধ এবং দোকানটি সিলগালা করা হয়। এছাড়া মেডিসিন প্লাস নামের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় লাইসেন্সের মেয়াদ না থাকায়। স্টেশন রোড এলাকায় অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে কাদের মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করা হয়। সাফিয়া ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।
×