ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে ছয় জেলেকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৫:৫১, ২৪ আগস্ট ২০১৫

বঙ্গোপসাগরে ছয়  জেলেকে অপহরণ ॥  মুক্তিপণ দাবি

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ আগস্ট ॥ বরগুনার পাথরঘাটা থেকে ২০ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের কচিখালীতে জেলে বহরে হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করে বনের গহীনে নিয়ে গেছে জলদস্যুরা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জলদস্যুদের হাতে অপহৃত জেলেরা হলেনÑ রফিক হাওলাদার, দুলাল, ছগির হোসেন, আ. খালেক, কালাম মীর ও ইউনুছ মিয়া। জেলেদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। পাথরঘাটা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বঙ্গোপসাগরে কচিখালী এলাকায় জেলেরা রাতের খাবার সেরে জাল ফেলে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে সুন্দরবনের দস্যুবাহিনীর সদস্যরা হামলা চালিয়ে ৬টি মাছধরা ট্রলার থেকে ৬ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।
×