ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমজী ইপিজেডে তিন দিনে দেড় শতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৫:৫২, ২৪ আগস্ট ২০১৫

আদমজী ইপিজেডে তিন দিনে দেড় শতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট ॥ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত হংকংভিত্তিক মালিকানাধীন রফতানিমুখী ইপিক পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবারও ৫৬ জন অসুস্থ শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে বলে শিল্প পুলিশ জানান। অসুস্থ শ্রমিকদের ঢাকার মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে গত তিন দিনে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, আদমজী ইপিজেড এ অবস্থিত হংকংভিত্তিক মালিকানাধীন ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাশ্চারিং লিমিটেডে প্রায় ৫ হাজার ৪শ’ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করে। কর্মরত সকলের খাবার কারখানার নিজস্ব রান্নাঘরে প্রস্তুত করে তা সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান একে ট্রেডিং। গত বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার পর ওই কারখানার কিছু শ্রমিক পেটের পীড়া ও বমিতে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীতে পাঠানো হয়। শুক্রবার কারখানাটিতে সাপ্তাহিক ছুটি ছিল। শনিবার আরও ৭০ জন এবং রবিবার আরও ৫৬ জন একই ধরনের রোগে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসা নেয়। আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ জানায়, প্রথমে ৫৪ জন ও রবিবার আরও ৫৬ শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেই পেটের পীড়া ও বমি বমি ভাব লক্ষণ দেখা দিলে তাদের দ্রুত ঢাকার আইসিডিডিআরবি হাসপাতালে পাঠানো হয়।
×