ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে ১২ দফা দাবিতে চা শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ আগস্ট ২০১৫

সিলেটে ১২ দফা দাবিতে চা শ্রমিক সমাবেশ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ দৈনিক ৪০০ টাকা মজুরি নির্ধারণসহ ১২ দফা দাবিতে রবিবার চা শ্রমিকরা নগরীতে মিছিল-সমাবেশ করেছে। দুপুর ১২টায় মালিনীছড়া চা বাগান এলাকা থেকে শ্রমিকরা সমবেত হয়ে মিছিল নিয়ে বের হয়। মিছিলটি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে চা শ্রমিকদের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সিরাজুল ইসলাম উকিল। চা শ্রমিক সংঘের উদ্যোগে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে একযোগে এই কর্মসূচী পালন করা হয়। স্মারকলিপিতে ১২ দফা হলো, ন্যূনতম মজুরি দৈনিক ৪০০ টাকা করা। শ্রম আইন অনুযায়ী বকেয়াসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান। চা বাগানে বসবাসকারী শ্রমিকদের ভোগদখলকৃত ভূমির স্বত্ব অধিকার দেয়া। এক মাসের বেতন পরিমাণ বছরে দুটি উৎসব বোনাস প্রদান। চা ও রাবার শ্রমিক ও তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পূর্ণাঙ্গ রেশন দিতে হবে। চা শিল্পে শ্রম আইন বাস্তবায়ন ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে। চা বাগানে এ্যাম্বুলেন্স, এমবিবিএস ডাক্তার ও প্রসূতি বিশেষজ্ঞ ও নার্স প্রদান করতে হবে।
×