ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে চাল কেলেঙ্কারি

দুর্নীতিবাজদের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ আগস্ট ২০১৫

দুর্নীতিবাজদের  শাস্তি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু উপজেলা খাদ্যগুদামে খাদ্যশস্য সংগ্রহে কেলেঙ্কারির ঘটনায় জড়িত খাদ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কালোবাজারি সিন্ডিকেটের শাস্তি প্রদান এবং স্থানীয় কৃষকদের কাছ থেকে খাদ্যশষ্য ক্রয়ের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় কৃষকরা। রবিবার সকাল ১০টায় রামু চৌমুহনী স্টেশনে উপজেলা পর্যায়ে মিলারদের মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রমে সরকারের দেয়া ভর্তুকি থেকে বঞ্চিত কৃষকরা এ সমাবেশ আয়োজন করেছে। এতে কৃষকদের উদ্দেশে সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল বলেন, চাল কেলেঙ্কারির ঘটনায় জড়িতরা কোনভাবেই ছাড় পাবে না। যারা কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে- তাদের কঠোর শাস্তি হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম। মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, শামসুল আলম, মাস্টার মোহাম্মদ আলম, তপন মল্লিক, আবদুর রহিম, গোলাম কবির ও সাদ্দাম হোসেন।
×