ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী ক্রিকেট শুরু ২ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৫:৫৭, ২৪ আগস্ট ২০১৫

প্রতিবন্ধী ক্রিকেট শুরু ২ সেপ্টেম্বর

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো ঢাকায় ২ সেপ্টেম্বর থেকে প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে। টি২০ ফরমেটে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ৫টি দল অংশ নেবে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড খেলবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১১টায় বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী ঘোষণা করা হবে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো ২৮ থেকে ৩১ আগস্টের মধ্যে বাংলাদেশের মাটিতে পা রাখবে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করার পর ৪ সেপ্টেম্বর পাকিস্তান, ৬ সেপ্টেম্বর আফগানিস্তান, ৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল। গ্রুপ পর্বে ৫টি দল একে অপরের বিপক্ষে লড়াই করবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জন করা ২টি দল আট দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে খেলবে। ১০ সেপ্টেম্বর বিকেএসপির ৪ নম্বর মাঠে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ছাড়া সব ম্যাচই বিকেএসপিতে হবে। উদ্বোধনী ম্যাচটি বেলা ১১টায় ও ফাইনাল ম্যাচ সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে। এছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ বিকেএসপি ৩ নম্বর মাঠে সকাল ৯.৩০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচ বিকেএসপি ৪ মাঠে দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টটি হচ্ছে। ৫ জাতির এ আন্তর্জাতিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়েছেন ওয়ানডে ও টি২০ ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) আয়োজনে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষে আয়োজন করা এ সিদ্ধান্ত নিয়েছে। মাশরাফিকে শুভেচ্ছাদূত নির্বাচিত করায় নড়াইল এক্সপ্রেস আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারি। আমার পক্ষ থেকে যা যা করণীয়, তা করব।’
×