ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিকে প্রসঙ্গে বার্সার অন্য লড়াই

প্রকাশিত: ০৬:০০, ২৪ আগস্ট ২০১৫

পিকে প্রসঙ্গে বার্সার অন্য লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ডিফেন্ডার জেরার্ড পিকেকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করার ঘোষণা দিয়েছে বার্সিলোনা। এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে লালকার্ড পাওয়ার কারণে নিষিদ্ধ হয়েছেন পিকে। তবে বার্সিলোনার এক বিবৃবিতে বলা হয়েছে, পিকের চার ম্যাচের বহিষ্কারাদেশের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে আপীল কমিটির কাছে আপীল করা হবে। আপীল করার জন্য ক্লাবের হাতে দশ দিন সময় আছে। বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে সহকারী রেফারির সঙ্গে তর্ক করেন পিকে। এরই একপর্যায়ে ওই লাইন্সম্যানকে বাজে কথা বলেন বার্সিলোনার এ ডিফেন্ডার। ঘটনার সঙ্গে সঙ্গে পিকেকে লালকার্ড দেখান রেফারি কার্লোস ভেলাসকো কারবায়ো। পরে সবকিছু বিশ্লেষণ করে বুধবার তাঁকে নিষিদ্ধ করা হয়। কারবায়ো তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, পিকে লাইন্সম্যানকে বাজে কথা শোনান। তবে পিকে বার বার বলে এসেছেন, তিনি লাইন্সম্যানকে উদ্দেশ করে কথাগুলো বলেননি। আপীলেও এই বিষয়টির ওপর বার্সিলোনা জোর দেবে বলে জানা গেছে।
×