ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কর্ষ্টাজিত জয়ে শুরু এ্যাথলেটিকোর

প্রকাশিত: ০৬:০০, ২৪ আগস্ট ২০১৫

কর্ষ্টাজিত জয়ে শুরু এ্যাথলেটিকোর

স্পোর্টস রিপোর্টার ॥ কর্ষ্টাজিত জয় দিয়েই নতুন মৌসুম শুরু করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। শনিবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে নবাগত দল লাস পালমাসকে। খর্ব শক্তির দলের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর স্বস্তি প্রকাশ করেছেন ক্লাবটির কোচ দিয়েগো সিমিওনে। এদিন ভিসেন্তে কালডেরোনেতে অনুষ্ঠিত ম্যাচের প্রধমার্ধের ১৫ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া এ্যান্টনি গ্রিজম্যানের ফ্রি-কিকের সাহায্যে করা একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘মনে হয় আমরা ভাল একটি ম্যাচ খেলেছি। পুরো সময়জুড়ে আমরা ভাল খেলার চেষ্টা করেছি এবং প্রচেষ্টা ছিল এমন এক পরিস্থিতি তৈরি করা, যাতে আক্রমণভাগ সুবিধা পায়।’ এ্যাথলেটিকোর কোচ এ সময় আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। ম্যাচের গভীরে যাওয়ার আগে আমরা বেশি সুযোগ পেয়েছি। শেষ পর্যন্ত নিজেদের মাঠে জয় নিশ্চিত করতে পেরে আমরা সন্তুষ্ট। এমন ম্যাচ সবসময়ই কঠিন। দল হিসেবে নতুন হলেও নিজেদের বেশ ভালভাবেই মেলে ধরেছে লাস পালমাস। তবে ফ্রি-কিক থেকে ব্রেক থ্রু পাওয়ার পর খেলায় নিজেদের উন্নতি ঘটানোই ছিল এ্যাথলেটিকোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ সময় তিনটি গোলেরও সুযোগ সৃষ্টি করেছিল তারা। অবশ্য লাস পালমাসের গোলরক্ষককে পরাস্ত করে গ্রিজম্যানের আদায় করা গোলটিতে তিনি কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন।
×