ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গঙ্গা-যমুনা উৎসবে সৌমিত্র ও ফেরদৌসী মজুমদার

প্রকাশিত: ০৬:০১, ২৪ আগস্ট ২০১৫

গঙ্গা-যমুনা উৎসবে সৌমিত্র ও ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৫’। এবারের উৎসবের উদ্বোধন করবেন ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়েই মূলত গত তিন বছর ধরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। এবার চতুর্থবারের মতো আয়োজিত এ উৎসব একটি ভিন্ন আঙ্গিকে উদ্যাপিত হবে। এ উৎসবের মধ্যদিয়ে দুই দেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে যেমনিভাবে মেলবন্ধন ঘটছে, একইভাবে বাংলাদেশের সকল ধারার সংস্কৃতিকর্মীদের মধ্যেও ব্যাপক ঐক্য গড়ে উঠছে। আমি মনে করি এ উৎসব আগামীতে দেশে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, উদ্বোধনী দিন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় একটি করে মোট ১৮টি নাটক মঞ্চায়ন হবে। এতে ভারতের তিনটি নাট্যদল ৪টি নাটক, ঢাকার ১২টি, রাজশাহীর ১টি ও চট্টগ্রামের ১টি দল নাটক মঞ্চায়ন করবে। উদ্বোধনী এবং দ্বিতীয় দিন সন্ধ্যায় অভিনেতা সৌমিত্রের নাট্যদল ‘সংস্তব’র প্রযোজনায় পর পর ২টি নাটক মঞ্চায়ন হবে। এছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত জাতীয় নাট্যশালার সম্মুখে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও পথনাটক। এতে অংশ নেবে দেশের ৩৭টি সংগঠন।
×