ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় দুই দিনব্যাপী ফোকলোর সেমিনার

প্রকাশিত: ০৬:০২, ২৪ আগস্ট ২০১৫

বগুড়ায় দুই দিনব্যাপী ফোকলোর সেমিনার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলার শিকড় লোকজ সংস্কৃতির প্রসারে উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। এরই ধারাবাহিকতায় লোকজ সংস্কৃতির ধারাকে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দিয়ে শিক্ষার পাশাপাশি লোকজ জ্ঞানকে সমৃদ্ধ করে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বানে রবিবার বগুড়ায় শেষ হয় ফোকলোর সেমিনার। বগুড়া সরকারী আযিযুল হক কলেজ মিলনায়তনে শনিবার শুরু হওয়া দুই দিনের এই বিশেষ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সামস্ উল আলম। সহকারী অধ্যাপক ড. ত্বাইফ মামুন মজিদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন। দেশের লোকজ ধারনাপত্র উপস্থাপন করেন বাংলা একাডেমির ফোকলোর শাহিদা খাতুন। বক্তব্য রাখেন অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ, সহযোগী অধ্যাপক ওমর খৈয়াম। সেমিনারে ড. বেলালের পরিচালনায় ভিডিও ডকুমেন্টারি প্রদশিত হয়। বিকালে লাঠি খেলা জারি সারি গান পরিবেশন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধকরা।
×