ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় উদীচীর সম্মেলন

প্রকাশিত: ০৬:০২, ২৪ আগস্ট ২০১৫

পূর্বধলায় উদীচীর সম্মেলন

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ‘সাম্যের জয়গানে জাগ্রত হউক স্বদেশ’- সেøাগানে শনিবার নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উদীচীর সাবেক সভাপতি প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। আলী আহাম্মদ খান আইয়োবের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক বিধান মিত্র, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, পূর্বধলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, মহিলা সংস্থার চেয়ারম্যান চিত্রা খানম, মুখলেছুর রহমান ভাসাসী প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জুলফিকার আলী শাহীনকে সভাপতি ও মুখলেছুর রহমান খান ভাসানীকে সাধারণ সম্পাদক করে পূর্বধলা উপজেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সব শেষে জেলা সংসদের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন্দুয়ায় সাংগঠনিক সভা : এদিকে একই দিন বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর স্থানীয় শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জমিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার। কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক রনেন সরকার, জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক রাজন ভদ্র, প্রকাশনা সম্পাদক পল্লব চক্রবর্তী, অধ্যাপক নীতিশ চৌধুরী, শিক্ষক লুৎফর রহমান, মহিউদ্দিন সরকার, আবদুল হেলিম বয়াতী প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×