ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট দাখিল

প্রকাশিত: ০৬:০৮, ২৫ আগস্ট ২০১৫

অবশেষে কিবরিয়া  হত্যা মামলার চার্জশীট দাখিল

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ আগস্ট ॥ মিডিয়াকে অবহিত না করে আগেই সাবেক অর্থমন্ত্রী শাহ্্ এএমএস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর জামান বাবর, সিলেটের সাবেক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক বরখাস্তকৃত মেয়র জি. কে গউছসহ ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র হবিগঞ্জের আদালতে দাখিল করলেও সোমবার বিকেলে তা জানাজানি হওয়া নিয়ে জেলাজুড়ে নানা আলোচনার ঝড় উঠেছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল গত ৫ আগস্ট হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন। ফলে বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা শুনানির জন্য আজ সোমবার নতুন তারিখ ধার্য করেছিলেন। কিন্তু এই তারিখে অভিযুক্ত কোন আসামিকেই হবিগঞ্জের আদালতে হাজির করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মামলার বাদীর আইনজীবী এ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। তবে আগামী ২৭ সেপ্টেম্বর এই অভিযোগপত্রের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেছেন বিজ্ঞ হাকিম নিশাত সুলতানা। তিনি আরও জানান, গত ১২ মে তদন্তকারী কর্মকর্তা মেহেরুন্নেছা পারুল ওই হত্যা মামলায় জেলে থাকা আসামিদের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরই প্রেক্ষিতে গত ১ জুন বিজ্ঞ আদালত লুৎফুজ্জামান বাবর, সাবেক মেয়র আরিফুল হক ও জি. কে গউছসহ সকল আসামিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন।
×