ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবাই একেকজন মেয়র, সহযোগিতা পেলে সুন্দর নগরী বানাব ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৬:২৬, ২৫ আগস্ট ২০১৫

সবাই একেকজন মেয়র, সহযোগিতা পেলে সুন্দর নগরী বানাব ॥ সাঈদ খোকন

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রত্যেক নগরবাসীকে একেকজন মেয়র হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সকলে নিজ নিজ অবস্থান থেকে স্ব স্ব দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করলে শহর অবশ্যই সুন্দর হবে। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমি আমাদের সবার প্রিয় এ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বসবাসোপযোগী নগরীতে পরিণত করতে সক্ষম হবো। সোমবার নগরীর ইডেন মহিলা কলেজে অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। - বিজ্ঞপ্তি ন্যাশনাল ডিফেন্স কলেজে যৌথ সেমিনার অনুষ্ঠিত মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ইন্টারন্যাশানাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিটিউটের (বিইআই)-এর সঙ্গে যৌথভাবে দিনব্যাপী এক সেমিনার আয়োজন করে। সেমিনারের বিষয় ছিল ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্র নীতির বাস্তবতা। সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। -আইএসপিআর সেনাবাহিনীপ্রধানের সঙ্গে ভারতীয় এনডিসি প্রতিনিধিদের সাক্ষাত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে বাংলাদেশ সফররত ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধি দল সোমবার সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেন। তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। -আইএসপিআর
×