ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অগাথা ক্রিস্টির নতুন নাটকের সন্ধান

প্রকাশিত: ০৭:১১, ২৫ আগস্ট ২০১৫

অগাথা ক্রিস্টির নতুন নাটকের সন্ধান

ব্রিটিশ গোয়েন্দা ঔপন্যাসিক অগাথা ক্রিস্টির নতুন ১০টি নাটকের সন্ধান পাওয়া গেছে। এগুলোর সন্ধান পেয়েছেন ব্রিটিশ নাট্য পরিচালক জুলিয়াস গ্রিন। বিভিন্ন সংরক্ষণাগার ঘেঁটে হঠাৎই পোয়ারো-স্রষ্টার ১০টি আনকোরা নাটকের সন্ধান পান তিনি। ১২৫তম জন্মবার্ষিকীতে লেখিকাকে সম্মান জানানোর এমন সুবর্ণ সুযোগ হারাতে চাননি ২৫০টি নাটকের সফল পরিচালক গ্রিন। নতুন নাটকগুলো প্রকাশিত হবে গ্রিনের আসন্ন বই ‘কার্টেন আপ: অগাথা ক্রিস্টি-এ লাইফ ইন থিয়েটার’-এ। আগামী মাসে প্রকাশিত হবে বইটি। গ্রিন জানিয়েছেন, বিভিন্ন সংরক্ষণাগার, ক্রিস্টির পরিবার এবং তাঁর নাটকের প্রযোজকদের নিজস্ব সংগ্রহ থেকে ১০টি অজানা নাটকের সন্ধান পেয়েছেন তিনি। সন্ধান পাওয়া নাটকগুলোর মধ্যে পাঁচটি পূর্ণ- দৈর্ঘ্যরে এবং পাঁচটি একাঙ্ক। প্রতিটি নাটকই ‘মার্ডার মিস্ট্রি’ বলে জানিয়েছেন গ্রিন। নাটকগুলোর মধ্যে কয়েকটি একেবারেই অজানা এবং কয়েকটি দীর্ঘকাল বিস্মিত বলে জানিয়েছেন তিনি। খোঁজ পাওয়া নাটকের মধ্যে আছে ‘টুয়ার্ডস জিরো’, ‘দ্য স্ট্রেঞ্জার’, ‘দ্য ক্লাচিং হ্যান্ড’ এবং ‘সামওয়ান অ্যাট দ্য উইন্ডো’। এ ছাড়াও আছে পরকীয়ার ওপর রচিত তিন অঙ্কের নাটক ‘দ্য লাই’। আর্চি ক্রিস্টির সঙ্গে তাঁর প্রথম বিয়ে যখন টালমাটাল, সেই সময় এই নাটকটি লেখেন অগাথা। আমেরিকার সবচেয়ে প্রাচীন নাট্য প্রযোজনা সংস্থা ‘শুবার্ট অর্গানাইজেশন’-এর সংরক্ষণাগার থেকে ১৯৪৪ সালে লেখা ‘টুয়ার্ডস জিরো’-র পা-ুলিপির খোঁজ পান গ্রিন। আনন্দবাজার পত্রিকা রুশ প্রধানমন্ত্রীর বিতর্কিত দ্বীপ পরিদর্শনের সমালোচনায় আবে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিতর্কিত দ্বীপপুঞ্জ পরিদর্শনের সমালোচনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার জাপানের একটি পার্লামেন্টারি প্যানেলের প্রশ্ন জবাবে তিনি এই সমালোচনা করেন। শনিবার মেদভেদেভ কুরিল অঞ্চলে অবস্থিত ওই দ্বীপ পরিদর্শনে যান। এই সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আবে পার্লামেন্টারি প্যানেলকে বলেন যে, ‘জাপানের অবস্থানের সঙ্গে এই পরিদর্শন সামঞ্জস্য নয় ও জাপানের নাগরিকরা এতে আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’ শনিবার রুশ প্রধানমন্ত্রী কুরিল অঞ্চলে অবস্থিত চারটির দ্বীপের একটি ইতুরূপ দ্বীপে যাওয়ার পর আবে এ ব্যাপারে প্রথম মন্তব্য করেন। দ্বীপটি রাশিয়ার পূর্ব উপকূলের অদূরে এবং জাপানের উত্তরে অবস্থিত। এএফপি
×