ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লেসমেন্ট শেয়ার কারসাজির মামলার পরবর্তী শুনানি ৩১ আগস্ট

প্রকাশিত: ০৭:১৩, ২৫ আগস্ট ২০১৫

প্লেসমেন্ট শেয়ার কারসাজির মামলার পরবর্তী শুনানি ৩১ আগস্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১০ সালে প্লেসমেন্টের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আগামী ৩১ আগস্ট সোমবার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ মামলার আইনজীবী ও সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্তরা হলেন- গ্রীন বাংলা কমিউনিকেশন কোম্পানিসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শামীম। রিজেন্ট টেক্সটাইলের আইপিও অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৫২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। সোমবার কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ১৭ পয়সা।
×