ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৭:১৩, ২৫ আগস্ট ২০১৫

এ্যাপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ ঘোষণা করেছে। রবিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক একচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এই লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, সকাল ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, ঢাকাতে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৩ সেপ্টেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। বিনিয়োগের উদ্বৃত্তের যথার্থ মূল্যায়নের হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ দশমিক ৬০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সায়হাম কটনের সভা ২৭ আগস্ট বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩০ এপ্রিল ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ ছিল। উল্লেখ্য, কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×