ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিফটিতে জায়গা পেল আদানি পোর্টস

প্রকাশিত: ০৭:১৬, ২৫ আগস্ট ২০১৫

নিফটিতে জায়গা পেল আদানি পোর্টস

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটিতে জায়গা পেল আদানি পোর্টস। রাষ্ট্রায়ত্ত আকরিক লোহা সংস্থা এনএমডিসির বদলে সূচকে এসেছে আদানি গোষ্ঠীর এই সংস্থা। নিফটির পাশাপাশি নিজেদের অন্যান্য সূচকেও সংস্থা অদল-বদল করেছে এনএসই। ২৮ সেপ্টেম্বর থেকে পরিবর্তনগুলো কার্যকর হবে। উল্লেখ্য, নির্দিষ্ট সময় অন্তর বিভিন্ন সংস্থার আর্থিক ফলসহ নানা বিষয় খতিয়ে দেখে তাদের সূচকের আওতায় রাখা, না-রাখা বা স্থান বদলে দেয়ার সিদ্ধান্ত নেয় এনএসইর ইনডেক্স সংক্রান্ত সাব-কমিটি। -অর্র্থনৈতিক রিপোর্টার গত রবিবার এশিয়ান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং কোয়ালিটি এস্যুরেন্স বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী তেলের দাম পরিশোধের তাগাদা ভারতকে অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী দু’মাসের মধ্যে ভারতকে অশোধিত তেলের দাম বাবদ বাকি থাকা ৬৫০ কোটি ডলার শোধ করে দিতে বলেছে ইরান। সরকারের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়ে বলেন, এর কিছুটা টাকায় দিতে হবে। আর বাকিটা ডলার বা ইউরো মুদ্রায়। সরকারী সূত্রের খবর, দাম শোধ করা হবে অন্তত তিনটি কিস্তিতে। তবে কী পদ্ধতিতে পুরো অর্থ হস্তান্তরিত হবে, সে ব্যাপারে এখনও ভাবনা-চিন্তা চলছে। প্রসঙ্গত, ২০১৩ সালে ইরানের ওপর জারি হয় মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা।
×