ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় দিয়া মির্জার চমক

প্রকাশিত: ০৭:২৭, ২৫ আগস্ট ২০১৫

ঢাকায় দিয়া মির্জার চমক

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকার অন্যতম ফ্যাশন ইভেন্ট ‘পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাস রানওয়ে’ ষষ্ঠ এডিশন শুক্রবার রেডিশন ব্লু বল রুমে অনুষ্ঠিত হয়েছে। এবার ইভেন্টের অন্যতম চমক ছিল বলিউডের সুপাস্টার অভিনেত্রী দিয়া মির্জার নান্দনিক ক্যাটওয়াক। শুধু তাই নয় এতে উপস্থাপন করা হয় লোকাল তরুণ ডিজাইনার ও ইন্টারন্যাশনাল ডিজাইনারদের এক সংমিশ্রণ। বিখ্যাত সব মডেলদের মধ্যে ছিলেন বাংলাদেশ থেকে নোভা জেনুইন সৌরভ সকি, রুবিজ, নিশা আলি, সাশা এক্সক্লুসিভ, ইন্ডিয়া থেকে জ্যোতিসাজদেভ আইয়ার, কোমাল সুদ, জ্যোৎ¯œাতি ওয়ারি, পাকিস্তান থেকে শামশাহাশ ওয়ানির মতো তারকা মডেলরা। ইভেন্টের সবচেয়ে চমক ছিল দিয়া মির্জার র‌্যাম্পে অংশগ্রহণ। যেখানে তিনি পড়েছিলেন রুবিজ ও গীতাঞ্জলি। বিএমডাবলিউ এর সঙ্গে ইভেন্টটি স্পন্সর ছিল পন্ডস। কো-স্পন্সরস হিসেবে ছিলÑ সিটি ব্যাংক এ্যামেক্স, গীতাঞ্জলি লাইফ স্টাইল, ক্রিওল্যান, ওরিয়েন্টাল রিয়েল স্টেট, প্রাইভ স্পা এ্যান্ড সেলন, দ্য অলিভস, এলিট ফোর্স। প্রসঙ্গত, ঢাকার ফ্যাশন জগতের মানুষদের জন্য এক বিশেষ মুহূর্ত ‘পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাস রানওয়ে’। যেখানে একত্রিত হয়েছিল শহরের প্রায় সকল ফ্যাশন ডিজাইনার, রিটেইলার, মেক-আপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, কোরিওগ্রাফার এবং মডেল। এটি ফ্যাশন ডিজাইনারদের সকল স্বপ্ন ও আকাক্সক্ষা পূরণের এক প্ল্যাটফর্ম। পন্ডস ও ইনফিনিটি, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সম্মিলিতভাবে নারীদের জন্য এমন প্ল্যাটফর্মের আয়োজন করে যেখানে তারা তাদের প্রভিভার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এক উচ্চপর্যায়ে নিয়ে যেতে পারে। আর এমন অসাধারণ ফ্যাশন প্ল্যাটফর্মকে সাফল্যময় ও জোরদার করতে পন্ডস স্পন্সার হিসেবে সবসময় এগিয়ে আসে। তারা ওই সকল প্রতিভাবন ও আর্টিস্টিক নারীদের তুলে ধরতে চায় যাদের রয়েছে সৃজনশীল চিন্তা ধারা, উদ্ভাবনী শক্তি এবং অতীত থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমানকে উপস্থাপন করার প্রতিভা। ‘পন্ডস প্রেজেন্টস দি লাস্ট্রাসরানওয়ে’ দেশের সকল ফ্যাশন হাউস ও ডিজাইনারদের জন্য এমন এক জায়গা যা শুধু ডিজাইন মোটিফকেই তুলে ধরে না সেই সঙ্গে আশা, স্বপ্ন পূরণ ও পরিচিতি লাভের প্রতিশ্রুতি দিয়ে থাকে।
×